| |
               

মূল পাতা ইসলাম অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলে কুরআনের হাফেজ তারেক


অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলে কুরআনের হাফেজ তারেক


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     10 March, 2021     01:00 PM    


দেশের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের চূড়ান্ত টিমে সুযোগ পেয়েছেন কুরআনের হাফেজ মহিউদ্দিন তারেক। তার বাড়ি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার চর নুরআহমদ গ্রামে। বাবার নাম রফিকুল ইসলাম।

তারেক ছোটবেলা থেকেই পড়াশুনার পাশাপাশি ক্রিকেটকে আপন করে নিয়েছিলেন। কুরআনে হাফেজ তারেক বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) পাঁচ বছর আগে ক্লাস সেভেনে ভর্তি হন। ইতোমধ্যে অনূর্ধ্ব ১৬, ১৭, ১৮ দলে খেলেছেন। তারেক পেস বোলার। তবে ব্যাটিং খুব ভালো করেন। সম্প্রতি ইয়ুথ টুর্নামেন্টে অলরাউন্ডার পারফরমেন্সের জন্য বিসিবি ঘোষিত ৪৫ জনের প্রাথমিক দলে সুযোগ পেয়েছিলেন তিনি।

এ ব্যাপারে তারেকের বড় ভাই মিজানুর রহমান রুমান বলেন, ‘ছোটবেলা থেকেই তারেকের ক্রিকেটের প্রতি অনেক আগ্রহ ছিল। হাফেজি পড়ার পাশাপাশি নিয়মিত ক্রিকেট খেলতো। তারেক যে বছর কুরআনে হাফেজ হয়, ওই বছরই বিকেএসপিতে সুযোগ পায়। আমাদের স্বপ্ন জাতীয় দলে শায়েস্তাগঞ্জের প্রতিনিধিত্ব করবে সে।’

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে ভারত যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আফগান যুবাদের বিপক্ষে সিরিজ খেলার জন্য ১৬ সদস্যের স্কোয়াড চূড়ান্ত করেছে। যদিও আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি এখনো। চূড়ান্ত এই দলেই সুযোগ পেয়েছেন কুরআনের হাফেজ মহিউদ্দিন তারেক।
-জেড