মূল পাতা আন্তর্জাতিক ইসরাইলি জাহাজে ইরানের হামলা!
রহমতটোয়েন্টিফোর ডেস্ক 01 March, 2021 02:38 PM
ইসরাইলি জাহাজ এমভি হিলিয়াস রেতে হামলা চালিয়েছে ইরান। ওমান উপকূলে এ হামলার কথা কেউ আনুষ্ঠানিকভাবে স্বীকার না করলেও ইরানের দৈনিক কায়হানের খবরে বলা হয়েছে– তেহরানই ওই হামলা চালিয়েছে। পত্রিকাটি বলছে, আরব উপসাগরে ইসরাইলি সেনাবাহিনীর জাহাজটি গুপ্তচরবৃত্তির কাজে ব্যবহার করা হচ্ছিল। এ কারণে এতে ইরান হামলা চালায়।
জানা গেছে, ওমান থেকে জাহাজটি গত বৃহস্পতিবার সিঙ্গাপুর যাওয়ার পথে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে জাহাজটিতে একাধিক ফুটো হয়। খবর আরব নিউজের।
শনিবার ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী বেনি গানৎজ জানান, প্রাথমিক অনুসন্ধানে পাওয়া গেছে, জাহাজটিতে বিস্ফোরণের জন্য ইরানই দায়ী।
উল্লেখ্য, জাহাজটি বর্তমানে মেরামতের জন্য দুবাই বন্দরে নিয়ে আসা হয়েছে। ইরানের সঙ্গে মধ্যপ্রাচ্যের জলসীমায় নানা উত্তেজনার মধ্যে ইসরাইলি জাহাজে এই বিস্ফোরণ জল্পনা-কল্পনা আরও বাড়িয়ে দিয়েছে। ইসরাইলি জাহাজটি রোববার দুবাইয়ের রাশিদ বন্দরে নিয়ে আসা হয়েছে।
-জেড