| |
               

মূল পাতা জাতীয় হক কথা বলতে গিয়ে ফাঁসিতে ঝুলতেও দ্বিধা করব না : আল্লামা বাবুনগরী


হক কথা বলতে গিয়ে ফাঁসিতে ঝুলতেও দ্বিধা করব না : আল্লামা বাবুনগরী


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     16 February, 2021     04:00 PM    


হক কথা বলতে গিয়ে ফাঁসিতে ঝুলতেও দ্বিধা করব না বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও হাটহাজারী মাদরাসার শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) হেফাজতে ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম অক্সিজেন শাখা কর্তৃক আয়োজিত শানে রেসালাত সম্মেলনে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বাবুনগরী বলেন, ‘মুসলিম উম্মাহর ঈমান আকিদা রক্ষায় কুরআন-সুন্নাহর বাণীর প্রচার-প্রসার এবং দীপ্ত কণ্ঠে হক কথা বলা আমাদের নৈতিক দায়িত্ব। হক কথা বলায় যদি কোনও নাস্তিক-মুরতাদের গায়ে আগুন জ্বলে, তাতে আমাদের কিছু যায় আসে না। হক ও সত্যের পয়গাম সর্বত্র পৌঁছিয়ে দেওয়া ওলামায়ে কেরামের উপর রাসূল (সা.) কর্তৃক অর্পিত জিম্মাদারী। এ জিম্মাদারী পালনে আমরা সামান্যও পিছপা হব না। ইসলাম বিরোধী বহুমুখী ষড়যন্ত্রের মোকাবেলায় প্রকৃত হক কথা বলতে গিয়ে প্রয়োজনে ফাঁসির কাষ্ঠে ঝুলতেও দ্বিধাবোধ করব না।’

তিনি বলেন, ‘কিছুদিন পূর্বে ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাসূল সা. এর অবমাননাকর কার্টুন প্রদর্শন করা হয়েছিলো। আমরা এর প্রতিবাদে লক্ষ লক্ষ নবী প্রেমিক তৌহিদি জনতাকে সাথে নিয়ে হেফাজতে ইসলামের ব্যনারে ঢাকায় ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি পালন করেছি। আমরা সুস্পষ্ট দাবি জানিয়েছি- রাসূল সা. এর অবমাননাকর কার্টুন প্রদর্শনের অপরাধে ফ্রান্স সরকারকে বিশ্বের দেড়শো কোটি মুসলমানের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।’

আমীরে হেফাজত বলেন, ‘বিশ্বমানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কলিজার টুকরা নবী। আমরা আমাদের প্রাণের চাইতেও নবীজি (সা.) কে বেশি মুহাব্বত করি। বিশ্বের যে কোনও প্রান্তে নবীজি (সা.) এর অবমাননা করা হলে আমরা এর প্রতিবাদে জ্বলে উঠব। শান্তিপূর্ণ আন্দোলন করব। বিশ্বনবীর অবমাননা পৃথিবীর দেড়শো কোটি মুসলমান কখনো মেনে নেবে না।’

মাহফিলে হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমীর চট্টগ্রাম মহানগরীর সভাপতি মাওলানা তাজুল ইসলাম,কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা লোকমান হাকিম,হেফাজতের নায়েবে আমীর ও হাটহাজারী মাদরাসা পরিচালনা পর্ষদের সদস্য মাওলানা মুহাম্মদ ইয়াহইয়া আলমপুরী ও মাওলানা ফুরকানুল্লাহ খলীলের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরো বয়ান করেন,হেফাজতের সহকারী মহাসচিব মাওলানা হাসান জামিল ঢাকা,মাওলা খোরশেদ আলম কাসেমী, গাজী সানাউল্লাহ রাহমানী,মুফতী হুমায়ুন খালভী, মাওলানা মোস্তফা নুরী প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর ও নাজিরহাট মাদরাসার মহাপরিচালক মুফতী হাবীবুর রহমান কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও হাটহাজারী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা নাছির উদ্দিন মুনির, কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও হাটহাজারী ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা জাফর আহমদ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়জী, হাফেজ মুহাম্মদ তৈয়্যব, মাওলানা মুহাম্মদ হারুন, মাওলানা আলী উসমান, ঝাউতলা মাদরাসা,বায়জিদ থানা হেফাজতের সভাপতি মাওলানা নুরুন্নবী, সাধারণ সম্পাদক মাওলানা সামছুল হক জালাবাদী, মাওলানা মুহাম্মদ হোসাইন,মাওলানা মুসলেম উদ্দীন,মাওলানা ফয়জুল্লাহ,মাওলানা আশরাফ বিন ইয়াকুব প্রমুখ।
-জেড