| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব করোনা সংক্রমণরোধে সৌদিতে সাময়িক বন্ধ ৫২ মসজিদ


করোনা সংক্রমণরোধে সৌদিতে সাময়িক বন্ধ ৫২ মসজিদ


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     13 February, 2021     01:36 PM    


মহামারী করোনাভাইরাসের দ্বিতীয় দফা সংক্রমণ রোধে পুণ্যভূমি সৌদি আরবে ৫২টি মসজিদ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। নতুন করে ৮টি মসজিদে নামাজ আদায় সাময়িকভাবে স্থগিত করাসহ গত পাঁচ দিনে মোট ৫২টি মসজিদ সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। খবর সৌদি গেজেট-এর।

এ ব্যাপারে সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স, দাওয়াহ এন্ড গাইডেন্স বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, করোনা রোধে সৌদিতে ৫২টি মসজিদ বন্ধ করা হয়েছে। এর মধ্যে ৩৮টি মসজিদে জীবণুমুক্তকরণসহ মুসল্লিদের স্বাস্থ্য সুরক্ষামূলক সব ধরনের কাজ সম্পন্ন হয়েছে। করোনা মহামারীরোধে মন্ত্রণালয়ের পক্ষ থেকে মসজিদের সার্বিক পরিস্থিতি ও স্বাস্থ্য সুরক্ষামূলক সব কার্যাক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে। স্বাস্থ্য সুরক্ষায় মসজিদে প্রবেশকারী মুসল্লিদের তাপমাত্রা পরিমাপ করা হচ্ছে।

এছাড়াও স্বাস্থ্য বিষয়ক জনসচেতনতা বাড়াতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলামের শিক্ষার আলোকে স্বাস্থ্য সুরক্ষা নিয়ে অনুষ্ঠানের আয়োজন করেছে।
-জেড