রহমতটোয়েন্টিফোর ডেস্ক 04 February, 2021 03:07 PM
বাতিলের মূলোৎপাটন করতে হেফাজতে ইসলামের সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন সংগঠনটির আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী। তিনি বলেন, ‘বাতিলের মূলোৎপাটন করতে হেফাজতে ইসলামের সৃষ্টি হয়েছে। হেফাজতে ইসলামের দায়িত্ব পাওয়া বড় কথা নয়। দায়িত্ব ঠিকভাবে পালন করাটাই বড় কথা। আমাদের দায়িত্ব আদায় করতে হবে। আল্লাহকে রাজি খুশি করার জন্য কাজ করতে হবে। পদ-পদবী আমাদের উদ্দেশ্য নয়, আমাদের কাজ আল্লাহ তায়ালার জন্য।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) খিলগাঁওয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভায় আল্লামা বাবুনগরী এসব কথা বলেন। সকাল ৯টা থেকে ঢাকা খিলগাঁও মাখজানুল উলুম মাদরাসা মিলনায়তনে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
এ সময় পরিচিতি সভায় উপস্থিত ছিলেন- হেফাজত ইসলামের উপদেষ্টা আল্লামা মুহিববুল্লাহ বাবুনগরী, কেন্দ্রীয় মহাসচিব নুরুল ইসলাম জিহাদী, কেন্দ্রীয় নায়েবে আমির আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী, মাওলানা মাহফুজুল হক, যুগ্মমহাসচিব মাওলানা মামুনুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, কবি মুহিব খান, মুফতি মিজানুর রহমান সাঈদ প্রমুখ।
-জেড