মূল পাতা আন্তর্জাতিক ইসরাইল-ফিলিস্তিন দ্বিরাষ্ট্রীয় সমাধান চান বাইডেন
রহমতটোয়েন্টিফোর ডেস্ক 28 January, 2021 10:43 AM
ট্রাম্পের নগ্ন নীতি থেকে খানিকটা সরে এলেন আমেরিকার নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। ফিলিস্তিন-ইসরাইল ইস্যুতে দুই রাষ্ট্রভিত্তিক সমাধান চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার নিরাপত্তা পরিষদে এ তথ্য জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড মিলস। খবর আল-জাজিরার।
রিচার্ড মিলস বলেন, ‘যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন নিরাপদ ইসরাইলের পাশাপাশি একটি টেকসই ফিলিস্তিনি রাষ্ট্র প্রত্যাশা করে। এটি যেন ইসরাইল ও ফিলিস্তিন উভয় রাষ্ট্রের পারস্পরিক সম্মতির ভিত্তিতে হয়। হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি বলেছেন, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকেই প্রেসিডেন্ট সামনে অগ্রসর হওয়ার একমাত্র পথ বলে মনে করেন।’
রিচার্ড মিলস বলেন, ‘বাইডেন প্রশাসন ফিলিস্তিনিদের জন্য সহায়তা ফের চালুর ব্যাপারে আগ্রহী। ট্রাম্প আমলে বন্ধ করে দেওয়া ফিলিস্তিনের কূটনৈতিক মিশনও খুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।’
একই সঙ্গে ইসরাইলের সঙ্গে অন্য দেশের সম্পর্ক স্থাপনকেও স্বাগত জানানো হবে। অন্য দেশগুলোর প্রতি হোয়াইট হাউসের আহ্বান থাকবে, তারাও যেন ইসরাইলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। আমেরিকার পররাষ্ট্রনীতির এই নতুন উদ্যোগকে সন্দেহাতীতভাবে দেখতে চায় বিশ্বের সাধারণ মানুষ। তবে সত্যি সত্যি কতটা ফিলিস্তিনিদের সুবিধার পথ সুগম করবে মার্কিন যুক্তরাষ্ট, তা সময়ই বলে দেবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
-জেড