| |
               

মূল পাতা সারাদেশ রাজধানী তাপস মেয়র পদে থাকার যোগ্যতা হারিয়েছেন : সাঈদ খোকন


তাপস মেয়র পদে থাকার যোগ্যতা হারিয়েছেন : সাঈদ খোকন


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     09 January, 2021     12:22 PM    


সাবেক মেয়র আর বর্তমান মেয়রের মধ্যকার দ্বন্দ্ব স্পষ্ট হয়ে উঠছে। এবার খোদ মেয়র পদে থাকার যোগ্যতা নিয়ে কামান দাগিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন বর্তমান মেয়র শেখ তাপসের প্রতি।

সাঈদ খোকন বলেন, ‘দক্ষিণ সিটির বর্তমান মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস তার পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। মেয়র তাপস দায়িত্ব গ্রহণের পর থেকেই দুর্নীতির বিরুদ্ধে গলাবাজি করে চলেছেন। কিন্তু তিনি রাঘববোয়ালদের না ধরে চুনোপুঁটি নিয়ে টানাটানি করছেন।’

শনিবার (৯ জানুয়ারি) বেলা ১১টায় হাইকোর্ট এলাকার কদম ফোয়ারার সামনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃক পরিচালিত অবৈধ দোকানদারদের উচ্ছেদে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে মানববন্ধন করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও তাদের পরিবারের সদস্যরা। এ সময় মানববন্ধনে উপস্থিত হয়ে ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন এ মন্তব্য করেন।

মানববন্ধনে বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপসের নাম উল্লেখ করে আক্রমণাত্মক ভাষায় বিভিন্ন প্লাকার্ড নিয়ে বেশকিছু অল্প বয়স্ক তরুণকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

অভিযোগ রয়েছে, মূলত সাঈদ খোকনের আমলেই অবৈধভাবে দোকানগুলো বরাদ্দ দেওয়া হয়েছিল। এ ব্যাপারে বর্তমান মেয়র শেখ তাপস কঠোর অবস্থানে রয়েছেন। ইতোমধ্যে অভিযান চালিয়ে অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।
-জেড


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: