মূল পাতা মুসলিম বিশ্ব যুক্তরাষ্ট্রের ঘটনা গণতন্ত্রের জন্য লজ্জা: এরদোগান
মুসলিম বিশ্ব ডেস্ক 08 January, 2021 09:33 PM
যুক্তরাষ্ট্রের ঘটনা গণতন্ত্রের জন্য লজ্জা বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। তিনি বলেন, গণতন্ত্রের তথাকথিত সূতিকাগার যুক্তরাষ্ট্রের এ পরিস্থিতিতিতে মানবজাতি ব্যথিত। এ ঘটনা গণতন্ত্রের জন্য লজ্জা।
শুক্রবার (০৮ জানুয়ারি) ইস্তান্বুলে জুমার নামাজ আদায়ের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্কিন কংগ্রেসে (ক্যাপিটল হিল) ট্রাম্প সমর্থকদের নজিরবিহীন হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এরদোগান এসব কথা বলেন।
তুর্কি প্রেসিডেন্ট এরদোগান আরো বলেন, আমরা দেখতে পাচ্ছি রিপাবলিকান ও ডেমোক্র্যাটরা একই ধরনের। আমি আশা করি, ট্রাম্পের বিবৃতি অনুযায়ী, মি. বাইডেন সুন্দরভাবে আগামী ২০ জানুয়ারি ট্রাম্পের কাছ থেকে ক্ষমতা গ্রহণ করবেন।
নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে এরদোগান আশা করেন তারা দ্রুত মর্মান্তিক পরিস্থিতি থেকে শোক কাটিয়ে উঠবেন।
সৌদি আরবের নেতৃত্বাধীন চার দেশ কাতারের ওপর থেকে অবরোধ প্রত্যাহার করায় সন্তুষ্ট প্রকাশ করে এরদোগান বলেন, তাদের সম্পর্ক পুনঃস্থাপন খুবই লাভজনক হবে।