| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব আফগানিস্তানে সেনাবাহিনীর অভিযানে ৬২ তালেবান নিহত


আফগানিস্তানে সেনাবাহিনীর অভিযানে ৬২ তালেবান নিহত


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     14 December, 2020     10:58 AM    


আফগানিস্তানের কান্দাহার প্রদেশে সরকারি বাহিনীর হামলায় অন্তত ৬২ জন তালেবান শহীদ হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১৯ জন। খবর আফগানিস্তান টাইমসের।

আফগান সেনাবাহিনী রোববার এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় তালেবান অধ্যুষিত কান্দাহারে গত তিন দিন ধরে তালেবানের বিরুদ্ধে চালানো সাঁড়াশি অভিযানে এ ঘটনা ঘটে।

অন্যদিকে তালেবান মুখপাত্র মোহাম্মাদ নায়িম ওয়ারদাক এক টুইটার বার্তায় জানান, কান্দাহারে মার্কিন বিমান হামলায় ১০ বেসামরিক ব্যক্তি নিহত ও বহু আবাসিক ঘরবাড়ি ধ্বংস হয়েছে। তবে মার্কিন বাহিনী তাদের হামলায় বেসামরিক নাগরিক নিহত হওয়ার দাবি নাকচ করে দিয়েছে।

এ ব্যাপারে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কান্দাহার শহর ও এর আশপাশের পাঁচ জেলায় বিমানবাহিনীর ছত্রছায়ায় বড় ধরনের এ অভিযান পরিচালিত হয়।

প্রসঙ্গত, ১৯ বছরের বেশি সময় ধরে আফগানিস্তানে মোতায়েন থাকার পর সম্প্রতি তালেবানের সঙ্গে স্বাক্ষরিত কথিত শান্তিচুক্তি অনুযায়ী দখলদার মার্কিন সেনা পুরোপুরি প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়েছে। এরকম অবস্থায় আফগান সেনাবাহিনী ও তালেবানের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের খবর এলো। এতে শান্তি আলোচনা বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
-জেড