রহমতটোয়েন্টিফোর ডেস্ক 13 December, 2020 02:21 PM
অমর একুশে বইমেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে এবার নতুন করে বইমেলা অনুষ্ঠানের সিদ্ধান্তের কথা জানা গেল। তবে আগের মত ফেব্রুয়ারি মাসে এ মেলা অনুষ্ঠিত হবে না। পরবর্তীতে মেলার সময়সূচি জানিয়ে দেওয়া হবে।
রোববার (১৩ ডিসেম্বর) বাংলা একাডেমিতে অনুষ্ঠিত এক সভা শেষে এসব তথ্য জানা গেছে।
এ ব্যাপারে জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ জানান, রোববার বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজীর সঙ্গে প্রকাশকদের একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় ভার্চুয়ালি নয়; শারীরিক উপস্থিতেই এবারের অমর একুশে বইমেলা অনুষ্ঠিত হবে। তবে আগের মত ফেব্রুয়ারি মাসে এ মেলা অনুষ্ঠিত হবে না। পরবর্তীতে মেলার সময়সূচি জানিয়ে দেওয়া হবে। সভায় নতুন করে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে, বইমেলা ভার্চুয়ালি করার প্রস্তাব দিয়েছিল বাংলা একাডেমি। তাতেই সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে তীব্র প্রতিবাদ শুরু হয়। নেটিজেনরা মার্কেট-শপিংমল খোলা থাকতে পারলে বইমেলা কেনও হতে পারবে না বলে সরব হন। এরপরই বাংলা একাডেমি এমন সিদ্ধান্ত নিল।
-জেড