রহমত টোয়েন্টিফোর ডটকম 06 December, 2020 08:11 PM
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কুষ্টিয়ায় রাতের আঁধারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনা ‘সরকারেই গভীর নীলনকশা’র অংশ। ‘এটা উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানো। ক্ষমতায় টিকে থাকতে তারা সব অপকর্ম করছে। কুষ্টিয়ায় শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের পর বিএনপির এক নেতার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা করা হয়েছে। এসব গভীর ষড়যন্ত্রের অংশ।’
রোববার (৬ ডিসেম্বর ) দুপুর পৌনে ২টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবে স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।
ভাস্কর্য নিয়ে তুমুল আলোচনা-সমালোচনার মধ্যে গত শুক্রবার দিবাগত রাতে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করে দুর্বৃত্তরা।
এরই মধ্যে আজ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানান,ভাস্কর্য ভাঙচুরের অভিযোগে চার মাদরাসা ছাত্রকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।