| |
               

মূল পাতা জাতীয় ‘যুক্তরাষ্ট্রের শেখার আছে- ওদের লাগে ৫ দিন আমাদের ৫ মিনিট’


‘যুক্তরাষ্ট্রের শেখার আছে- ওদের লাগে ৫ দিন আমাদের ৫ মিনিট’


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     12 November, 2020     02:25 PM    


আমাদের কাছ থেকে যুক্তরাষ্ট্রের অনেক কিছু শেখার আছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। তিনি বলেন, ‘আমাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে যুক্তরাষ্ট্রের। তাদের ভোট গণনা করতে লাগে পাঁচ দিন। আমাদের ৩-৪ মিনিটেই শেষ হয়ে যায়।’

বৃহস্পতিবার (১২ নভেম্বর) উত্তরার আইইএস স্কুল কেন্দ্রে নিজের ভোট দেওয়া শেষে এমন মন্তব্য করেন সিইসি।

এ সময় সিইসি জানান, ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে ভোট ভালো হচ্ছে।  ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী এসএম জাহাঙ্গীর হোসেন অভিযোগ সঠিক নয়, ভোট ভালো হচ্ছে। কোনো কোনো কেন্দ্রে বিএনপি নিজেই এজেন্ট দেয়নি।  

ইভিএমে ভোটার উপস্থিতি কম কেন সাংবাদিকদের এমন প্রশ্নে সিইসি বলেন, তা সঠিকভাবে বলা যাচ্ছে না।
-জেড