| |
               

মূল পাতা জাতীয় ভয়াল সেই দিন, উপকূলে ঝরেছিল ১০ লক্ষ প্রাণ...


ভয়াল সেই দিন, উপকূলে ঝরেছিল ১০ লক্ষ প্রাণ...


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     12 November, 2020     12:32 PM    


১৯৭০ সালের ১২ নভেম্বর। ভাবা যায়- ১০ লক্ষ মানুষের মৃত্যু! এ দিনে ভোলাসহ উপকূলীয় জেলাগুলোর ওপর দিয়ে বয়ে যাওয়া মহাপ্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস ১০ লাখ মানুষের প্রাণ ঝরেছিল। বিরাণভূমিতে পরিণত হয়েছিল গোটা উপকূল।

জানা যায়, ১৯৭০ সালের ১১ নভেম্বর বুধবার সকাল থেকেই গুড়িগুড়ি বৃষ্টি হতে থাকে। পরদিন ১২ নভেম্বর বৃহস্পতিবার আবহাওয়া আরো খারাপ হতে লাগল এবং মধ্যরাত থেকেই ফুঁসে উঠতে শুরু করে সমুদ্র। তীব্র বেগে লোকালয়ের দিকে ধেয়ে আসল পাহাড় সমান উঁচু ঢেউ। ৩০/৪০ ফুট উঁচু সেই ঢেউ আছড়ে পড়ল লোকালয়ের উপর। আর মুহূর্তেই ভাসিয়ে নিয়ে গেলো মানুষ, গবাদি পশু, বাড়ি-ঘর এবং ক্ষেতের সোনালী ফসল। পথে প্রান্তরে উন্মুক্ত আকাশের নীচে পড়েছিলো কেবল লাশ আর লাশ। কত কুকুর, শিয়াল আর শকুন খেয়েছে সে লাশ তার কোন ইয়ত্তা নেই। মরণপুরীতে রূপ নেয় ভোলাসহ গোটা অঞ্চল।

সেদিন ব্যাপক ধ্বংসযজ্ঞে তছনছ হয়েছিল গোটা এলাকা। কী বিভীষিকাময় আর ভয়াল স্মৃতির ১২ নভেম্বর। উপকূলবাসীর স্মৃতিতে ফিলে এলো সেই ভয়ঙ্কর দিবস।
-জেড