| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব ক্ষমতা দখলকারীদের ‘পিছু হটতে হবে’: কারাবন্দি ইমরানের হুঁশিয়ারি


ক্ষমতা দখলকারীদের ‘পিছু হটতে হবে’: কারাবন্দি ইমরানের হুঁশিয়ারি


মুসলিম বিশ্ব ডেস্ক     10 July, 2024     08:43 PM    


পাকিস্তানে স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করার জন্য ক্ষমতা দখলকারীদের পিছু হটে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সংসদীয় দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারপারসন কারাবন্দি ইমরান খান। তিনি বলেন, ‘আমরা যদি দেশকে বাঁচাতে চাই, তাহলে স্বচ্ছ নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। আর এক্ষেত্রে ক্ষমতা দখলকারীদের অবশ্যই পিছু হটতে হবে।’ 

মঙ্গলবার (০৯ জুলাই) রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে গণমাধ্যমের সঙ্গে এক অনানুষ্ঠানিক আলাপকালে জোরালোভাবে এসব কথা বলেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

পিটিআইপ্রধান এ সময় দেশের জাতীয় ঋণের তীব্র বৃদ্ধির কথা তুলে ধরে বলেন, ২০২১ সালে এটি ছিল ২.৮ ট্রিলিয়ন রুপি। কিন্তু চার বছরের মধ্যে এটি ৮ থেকে ৯ ট্রিলিয়ন রুপি বেড়েছে।

ইমরান খান এ সময় সব ক্ষেত্রে ব্যর্থতার জন্য বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, ‘বর্তমান সরকার পাকিস্তানের আশা ধ্বংস করে দিয়েছে, এই সরকারকে কেউ আর বিশ্বাস করে না।’

সাবেক এই প্রধানমন্ত্রী এ সময় সাধারণ মানুষের ওপর গুরুতর অর্থনৈতিক বোঝার কথা উল্লেখ করে বলেন, ‘যে গরিবদের ওপর মাত্র ২ হাজার টাকার ঋণ ছিল, তারা এখন ১০ হাজার টাকার ঋণের সম্মুখীন।’

সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন