| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন সানাবিয়া উলইয়ায় ছেলেদের মধ্যে প্রথম ঢালকানগরের সালাহুদ্দীন ত্বলহা


সানাবিয়া উলইয়ায় ছেলেদের মধ্যে প্রথম ঢালকানগরের সালাহুদ্দীন ত্বলহা


রহমত নিউজ ডেস্ক     15 April, 2023     06:18 PM    


কওমি মাদরাসাভিত্তিক সবচেয়ে বৃহৎ শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৬ তম কেন্দ্রীয় পরীক্ষায় সারা দেশে ছেলেদের মধ্যে প্রথম হয়েছেন ঢাকা জেলার মাদরাসা বাইতুল উলূম ঢালকানগরের সালাহুদ্দীন ত্বলহা। তার প্রাপ্ত নম্বর ৬৭৮।

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৬ তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের গড় পাসের হার ৭৬.০৯%। মুমতায (স্টার মার্ক) ৩৮,৯২২ জন। জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) ৪৩,৪১১ জন। জায়্যিদ (২য় বিভাগ) ৪৯,০৫১ জন। মাকবুল (৩য় বিভাগ) ৭৫,০৬৬ জন। মোট উত্তীর্ণ পরীক্ষার্থী ২,০৬,৪৫০ জন। পরীক্ষার ফলাফলের যাবতীয় তথ্য বেফাকের নিজস্ব ওয়েব সাইটে (www.wifaqedu.com) পাওয়া যাবে।

আজ (১৫ এপ্রিল) রবিবার দুপুর ২ টায় রাজধানীর যাত্রাবাড়ী ভাঙ্গাপ্রেসস্থ বেফাক মিলনায়তনে (নতুন ভবন) ফলাফল ঘোষণা করেন বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মাহফুজুল হক। এর আগে গত ২২ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বেফাকের ৪৬ তম কেন্দ্রীয় পরীক্ষা শুরু হয়। সারা দেশের ৫০৬টি পুরুষ, ৯৫২টি মহিলা, ৩৪৯টি হিফয ও ২৩টি ইলমুত তাজবীদ ওয়াল ক্বিরাআত কেন্দ্রে মোট ৬টি স্তরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থী ২,৭১,৩০৬ জন। এতে দরসিয়াত পুরুষ পরীক্ষার্থী ৮৫,৪৯৩ জন, মহিলা পরীক্ষার্থী ১,৫৪,৭৭৫ জন, হিফযুল কুরআন পুরুষ পরীক্ষার্থী ২৮,৮০১ জন, মহিলা পরীক্ষার্থী ৯৪৪ জন ও ইলমুত তাজবীদ ওয়াল ক্বিরাআত পরীক্ষার্থী ১২৯৩ জন।

একনজরে সানাবিয়া উলইয়া মারহালার ফলাফল
মোট পরীক্ষার্থী ৪৪২০০ জন। মোট অনুপস্থিতির সংখ্যা ১৫২৯ মুমতায (স্টার মার্ক) ২২৮৭ জন। জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) ৪৯০০ জন। জায়্যিদ (২য় বিভাগ) ৭৪৫৫ জন। মাকবুল (৩য় বিভাগ) ১২৯১১ জন। মোট পাস ২৭৫৫৩। পাসের হার ৬৪.৫৭%।

ছাত্র : মোট পরীক্ষার্থী ১৬১৭৬, অনুপস্থিতির সংখ্যা ৫২০ মুমতায (স্টার মার্ক) ১৮৩২ জন। জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) ৩১০৭ জন। জায়্যিদ (২য় বিভাগ) ৩৩১৩ জন। মাকবুল (৩য় বিভাগ) ৩৮৯০ জন। মোট পাস ১২১৪২ পাসের হার ৭৭.৫৫%।

ছাত্রী : মোট পরীক্ষার্থী ২৮০২৪, অনুপস্থিতির সংখ্যা ১০০৯ জন। মুমতায (স্টার মার্ক) ৪৫৫ জন। জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) ১৭৯৩ জন। জায়্যিদ (২য় বিভাগ) ৪১৪২ জন। মাকবুল (৩য় বিভাগ) ৯০২১ জন। মোট পাস ১৫৪১১। পাসের হার ৫৭.০৫%।