| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে শোকজ, যা বলছেন মুফতী মনির কাসেমী


দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে শোকজ, যা বলছেন মুফতী মনির কাসেমী


রহমত নিউজ     09 December, 2025     11:40 AM    


দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে মুফতী মনির হোসাইন কাসেমীকে শোকজ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। 

সোমবার (৮ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে জমিয়ত।

কারণ দর্শানোর নোটিশে মুফতী মুনির কাসেমীকে উদ্দেশ্য করে বলা হয়,  “জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের খাস কমিটির বৈঠকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে আপনাকে কারণ দর্শানোর নোটিশ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। উক্ত সিদ্ধান্তের আলোকে আপনাকে জানানো যাচ্ছে যে, বিগত কয়েক মাসে বিভিন্ন সময়ে আপনার আপত্তিকর কিছু বক্তব্য ও কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি সন্দেহাতীত ভাবে ক্ষুন্ন হয়েছে এবং সেগুলো দলীয় শৃঙ্খলা ভঙ্গের সামিলও বটে। ইতিপূর্বে প্রাথমিক ভাবে যথাযথ সাংগঠনিক প্রক্রিয়ায় মৌখিক ভাবে আপনাকে  সতর্কও করা হয়েছে, কিন্তু আপনার বক্তব্য ও কর্মকাণ্ডে সংশোধন পরিলক্ষিত হয়নি, বরং পূর্বের ন্যায় দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন বক্তব্য আপনি দিয়েই যাচ্ছেন।”

নোটিশে আরও বলা হয়, “এমতাবস্থায় কেন আপনার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবেনা? এ ব্যাপারে আপনাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হল। এই নোটিশ প্রাপ্তির তারিখ হতে পরবর্তী ১০ দিনের মধ্যে আপনি দলের সভাপতি বরাবর জবাব দাখিল করবেন। এই সময়ের মধ্যে আপনার পক্ষ থেকে জবাব পাওয়া না গেলে কিংবা আপনার জবাবে দল সন্তুষ্ট না হলে পরবর্তীতে আপনার বিরুদ্ধে যে কোন সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে।”

শোকজের পর মুফতী মুনির হোসাইন কাসেমী এক প্রতিক্রিয়ায় বলেছেন, “দোয়ার যে পরিবেশ ছিল এবং যাঁকে নিয়ে দোয়ার আয়োজন ছিল তাঁর প্রতি অগাধ শ্রদ্ধা থাকায়-সব মিলিয়ে আমি আমার আবেগ সামাল দিতে পারিনি। নোটিশটি আমি গ্রহণ করেছি। একটি সুশৃঙ্খল দল হিসেবে সংগঠন সঠিক সময়ে সঠিক পদক্ষেপই নিয়েছে।”