| |
               

মূল পাতা সারাদেশ মহানগর খুলনায় সাদপন্থীদের ‘ইজতেমা’ বন্ধের দাবি হেফাজতের


খুলনায় সাদপন্থীদের ‘ইজতেমা’ বন্ধের দাবি হেফাজতের


রহমত নিউজ     09 December, 2025     06:30 PM    


খুলনায় তাবলীগ জামাতের সাদপন্থীদের আয়োজিত তথাকথিত বিভাগীয় ইজতেমা বন্ধের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ খুলনা জেলা শাখা।

সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১১টায় খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া লিখিত বক্তব্য পাঠ করেন।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, দিল্লি–কেন্দ্রিক সাদপন্থী গোষ্ঠী পবিত্র কুরআন-সুন্নাহর ভ্রান্ত ব্যাখ্যা, সাহাবায়ে কেরামের শানে আপত্তিকর মন্তব্য এবং শরিয়তের বহু মৌলিক বিধান অমান্য করে মুসলমানদের আকিদা–মতাদর্শ বিভ্রান্ত করছে। তিনি বলেন, “দাওয়াত ও তাবলীগের শতবর্ষের খাঁটি ধারায় এই ভ্রান্ত গোষ্ঠী অনধিকার প্রবেশ করে উম্মতের মধ্যে ফিতনা, বিশৃঙ্খলা ও রক্তপাত সৃষ্টি করেছে।”

তিনি উল্লেখ করেন, টঙ্গী বিশ্ব ইজতেমার ময়দানে সাদপন্থীদের কারণে অতীতে সহিংসতার ঘটনা ঘটেছে এবং সেইসব ঘটনার পর তদন্ত ও মামলার ভিত্তিতে সরকার টঙ্গী ময়দান ও কাকরাইল মারকাজ হক্কানি ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে ফিরিয়ে দিতে বাধ্য হয়েছে।

মুফতী ইয়াহইয়া দাবি করেন, সাদপন্থীরা বর্তমানে খুলনা বিভাগীয় ইজতেমা”র নামে সাধারণ মুসলমানদের ভুল পথে পরিচালিত করার অপচেষ্টা করছে, যা খুলনার মূলধারার উলামায়ে কেরাম ও তাবলীগ সাথীদের সাথে কোনোভাবেই সম্পর্কিত নয়।

তিনি বলেন, নির্বাচন পূর্ববর্তী এই সময়ে বিতর্কিত ইজতেমা আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি এবং সামাজিক বিভক্তি বাড়াতে পারে, যা অত্র অঞ্চলের ভাবমূর্তির জন্যও ক্ষতিকর।

এ সময় তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান, খুলনা অঞ্চলে সাদপন্থীদের সব ধরনের ভ্রান্ত, বিভ্রান্তিকর ও বিশৃঙ্খল কার্যক্রম যেন অবিলম্বে বন্ধ করা হয়। পাশাপাশি সাধারণ মুসলমানদের সাদপন্থীদের ইজতেমা থেকে দূরে থাকার অনুরোধ জানান তিনি।

হেফাজত নেতা আরও বলেন, সঠিক তাবলীগের কাজ কেবল হক্কানি ওলামায়ে কেরামের তত্ত্বাবধানেই নিরাপদ ও শরিয়তসম্মত। উম্মতের ঐক্য ও দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় ভ্রান্ত দলগুলোর কার্যক্রম বন্ধ হওয়া জরুরি।

বক্তব্য শেষে তিনি সকল গণমাধ্যমকর্মীকে ধর্মপ্রাণ মানুষের মাঝে সঠিক তথ্য পৌঁছে দিতে অনুরোধ জানান এবং দেশের শান্তি, ঐক্য ও ফিতনা থেকে হেফাজতের জন্য দোয়া কামনা করেন।

খুলনা জেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা মোঃ সালেহ এর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মাওলানা মুশতাক আহমদ, মাওলানা গোলাম কিবরিয়া, মাওলানা নাছির উদ্দিন কাসেমী, মুফতী আব্দুল হাই, মুফতী রুহুল আমীন, মুফতী আবদুল্লাহ মুখতার, মুফতী সাদ আহমাদ প্রমুখ।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: খুলনা খুলনা