| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন বেফাকের ৪৬তম কেন্দ্রীয় পরীক্ষায় ‘সেরাদের সেরা’ যারা


বেফাকের ৪৬তম কেন্দ্রীয় পরীক্ষায় ‘সেরাদের সেরা’ যারা


রহমত নিউজ ডেস্ক     15 April, 2023     12:25 AM    


কওমি মাদরাসাভিত্তিক সবচেয়ে বৃহৎ শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৬ তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের গড় পাসের হার ৭৬.০৯%। মুমতায (স্টার মার্ক) ৩৮,৯২২ জন। জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) ৪৩,৪১১ জন। জায়্যিদ (২য় বিভাগ) ৪৯,০৫১ জন। মাকবুল (৩য় বিভাগ) ৭৫,০৬৬ জন। মোট উত্তীর্ণ পরীক্ষার্থী ২,০৬,৪৫০ জন।

রবিবার (১৫ এপ্রিল) দুপুর ২ টায় রাজধানীর যাত্রাবাড়ী ভাঙ্গাপ্রেসস্থ বেফাক মিলনায়তনে  ফলাফল ঘোষণা করেন বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বেফাকের ৪৬ তম কেন্দ্রীয় পরীক্ষা শুরু হয়। সারা দেশের ৫০৬টি পুরুষ, ৯৫২টি মহিলা, ৩৪৯টি হিফয ও ২৩টি ইলমুত তাজবীদ ওয়াল ক্বিরাআত কেন্দ্রে মোট ৬টি স্তরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থী ২,৭১,৩০৬ জন। এতে দরসিয়াত পুরুষ পরীক্ষার্থী ৮৫,৪৯৩ জন, মহিলা পরীক্ষার্থী ১,৫৪,৭৭৫ জন, হিফযুল কুরআন পুরুষ পরীক্ষার্থী ২৮,৮০১ জন, মহিলা পরীক্ষার্থী ৯৪৪ জন ও ইলমুত তাজবীদ ওয়াল ক্বিরাআত পরীক্ষার্থী ১২৯৩ জন।

একনজরে সেরাদের সেরা যারা

ফযীলত মারাহালা

ছেলেদের মধ্যে প্রথম হয়েছেন ফেনী জেলার জামেয়া রশীদিয়া লস্করহাটের শিক্ষার্থী মো: আব্দুল কাইয়ূম। প্রাপ্তনাম্বার-৭৭০।
মেয়েদের প্রথম হয়েছেন রাজধানীর জামিয়া মিল্লিয়া মাদানিয়া আরাবিয়া (মিরপুর আজমা মহিলা মাদরাসা) ব্লক-ত, মিরপুর-১২, এর নাদিয়া রহমান। তার প্রাপ্ত নম্বর ৬৬২।

সানাবিয়া উলইয়া মারাহালা

ছেলেদের মধ্যে প্রথম হয়েছেন রাজধানী ঢাকার মাদরাসা বাইতুল উলূম ঢালকানগরের সালাহুদ্দীন ত্বলহা। তার প্রাপ্ত নম্বর ৬৭৮।
মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন রাজধানী ঢাকার যাত্রাবাড়ী তালীমুল কুরআন বালিকা মাদরাসার মালিহা আক্তার ফাতেমা। তার প্রাপ্ত নম্বর ৬৬১।

মুতাওয়াসসিতাহ মারাহালা

ছেলেদের মধ্যে প্রথম হয়েছেন রাজধানী ঢাকার দারুস সালামস্থ মারকাযু ফয়যিল কুরআন আল-ইসলামী হরিরামপুরের লাবীব মাসরুর। তার প্রাপ্ত নম্বর ৬৮৭।
মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন ময়মনসিংহ জেলার ত্রিশাল মুহিউস সুন্নাহ মহিলা মাদরাসা, চকরামপুরে জান্নাতুল ফিরদাউস সুবর্ণা। তার প্রাপ্ত নম্বর ৬৭৭।

ইবতেদাইয়্যাহ মারাহালা

ছেলেদের মধ্যে প্রথম হয়েছেন নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার জামিয়া আশরাফিয়া শান্তিধারার মো: আব্দুর রহমান তানভীর। তার প্রাপ্ত নম্বর ৫৯৩।
মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন রাজধানীর ঢাকা লালবাগস্থ আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু আনহু মহিলা মাদরাসা আমলিগোলার নাফিজা ইসলাম। তার প্রাপ্ত নম্বর ৫৯৪।

পরীক্ষার ফলাফলের যাবতীয় তথ্য বেফাকের নিজস্ব ওয়েব সাইটে (www.wifaqedu.com) পাওয়া যাবে