| |
               

মূল পাতা রাজনীতি প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর-অন্ত:সার শূণ্য : খেলাফত মজলিস


প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর-অন্ত:সার শূণ্য : খেলাফত মজলিস


রহমত ডেস্ক     09 June, 2022     07:32 PM    


জাতীয় সংসদে উত্থাপিত ২০২২-২৩ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে ঋণনির্ভর- অন্ত:সার শূণ্য অখ্যায়িত করে খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, ঋণনির্ভর এ বাজেটে সাধারণ জনগণের কোন কল্যাণ হবে না।

আজ (৯ জুন) বৃহস্পতিবার সন্ধ্যায় দলের সহ- প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে তাৎক্ষণিক বাজেট প্রতিক্রিয়ায় নেতৃদ্বয় জানান। জাতীয় সংসদে ‘কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন’ স্লোগান নিয়ে ২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট উপস্থাপন করা হয়েছে। নতুন এ বাজেটে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে ৭ দশমিক ৫ শতাংশ। এতে মূল্যস্ফীতি ৫ দশমিক ৫ শতাংশ ধরা হয়েছে।

নেতৃদ্বয় বলেন, ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার প্রস্তাবিত এ বাজেটে ২ লাখ ৪৫ হাজার ৬৪ কোটি টাকার বিশাল অংকের ঘাটতি রয়েছে।  সরকারকে এ ঘাটতি মেটাতে দেশ-বিদেশ থেকে চড়া সূদে ঋণ নিতে হবে।  বিশেষকরে দেশীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ১ লাখ ৪৬ হাজার ৩৬৫ কোটি টাকা সরকার ঋণ হিসেবে নিয়ে নিলে বেসরকারি ও ব্যক্তিগত খাতে বিনিয়োগ বাঁধাগ্রস্থ হবে। বিদেশ থেকে ঋণ নেয়া হবে ৯৮ হাজার ৭২৯ কোটি টাকা। বাজেট ব্যয়ের বিশাল অংশ খরচ হবে ঋণের সুদ পরিশোধে। ঋণ নির্ভর বাজেটের কারণে জনগণের উপর জাতীয় ঋণের বোঝা দিন দিন বড় হচ্ছে। এভাবে চলতে থাকলে দেশের অর্থনৈতিক অবস্থা শ্রীলঙ্কার সাম্প্রতিক দূরাবস্থার মতো হবে কিনা সে আশঙ্কা বাড়ছে।

বিবৃতিতে আরো বলা হয়, দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে জনগণ দিশেহারা। প্রস্তাবিত এ বাজেট দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধে কোন ভূমিকা রাখবে না, বরং নতুন করে বহু জিনিসপত্রের দাম বাড়বে। বিশাল বাজেটের কারণে জনগণের উপর করের বোঝাও বাড়বে। ঘুষ-দুর্নীতি, বিদেশে টাকা পাচার বন্ধ ও সব ধরণের বর্ধিত কর প্রত্যাহারের দাবী জানান নেতৃদ্বয়।