| |
               

মূল পাতা রাজনীতি বাংলার মানুষ সংসদ ভবনে কুরআনের পতাকা দেখতে চায় : মাওলানা হক্কানী


বাংলার মানুষ সংসদ ভবনে কুরআনের পতাকা দেখতে চায় : মাওলানা হক্কানী


রহমত নিউজ     05 December, 2025     11:42 AM    


বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানী বলেছেন, ৮ দলের নেতারা দিনরাত কষ্ট করে যাচ্ছেন, তাদের একটাই দাবি, বাংলার মানুষ শান্তি চায়, বাংলার মানুষ নিরাপত্তা চায়, বাংলার মানুষ সুখে বসবাস করতে চায়, বাংলার মানুষ সংসদ ভবনে কুরআনের পতাকা দেখতে চায়।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সমমনা ৮ দলের ময়মনসিংহ বিভাগীয় সমাবেশে দেওয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মাওলানা হক্কানী বলেন, আজ থেকে নিয়ে ঊনচল্লিশ বছর আগে আমীরে শরিয়ত মাওলানা মুহাম্মদুল্লাহ হাফেজ্জী হুজুর এই সার্কিট হাউজ ময়দানে এসে বলে গিয়েছিলেন, আমি এদেশে ইসলামী হুকুমতের বীজ বপন করে গেলাম। আপনারা অচীরেই দেখতে পারবেন, এদেশে ইসলামী হুকুমত কায়েম হবে।

তিনি আরও বলেন, ভাইয়েরা আমার, আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। ইতোমধ্যে নির্বাচন কমিশনের কাছে আমরা ৮ দলীয় নেতৃবৃন্দ বিভিন্ন দাবি-দাওয়া পেশ করেছি। প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি পেশ করেছি। আমরা বলতে চাই, আগামী নির্বাচন সুষ্ঠু হতে হবে। নির্বাচনকে কেন্দ্র করে কেউ যদি ষড়যন্ত্র করার চেষ্টা করে, তাকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে।

তিনি সবাইকে সতর্ক করে বলেন, ৮ দলীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট সকলেই সতর্ক থাকবেন, আসন্ন নির্বাচনে কেউ যেন কেন্দ্র দখল করে ভোট ডাকাতি করতে না পারে।