মূল পাতা মুসলিম বিশ্ব ‘পাকিস্তান সরকার গত বিশ বছর ধরে সন্ত্রাসবিরোধী লড়াইয়ের নামে মানুষকে ঘরবাড়ি ছাড়া করেছে’
রহমত নিউজ 01 December, 2025 06:56 PM
জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের প্রধান মাওলানা ফজলুর রহমান আফগানিস্তানকে কেন্দ্র করে পাকিস্তানের নীতির তীব্র সমালোচনা করে বলেছেন, পাকিস্তান সরকার গত বিশ বছর ধরে সন্ত্রাসবিরোধী লড়াইয়ের নামে মানুষকে ঘরবাড়ি ছেড়ে উদ্বাস্তু হতে বাধ্য করেছে; কিন্তু সন্ত্রাস কমার বদলে দিনকে দিন আরও বেড়েছে।
সম্প্রতি পাকিস্তানি ব্যবসায়ীদের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেছেন।
গত শনিবার (২৯ নভেম্বর) আফগান সংবাদমাধ্যম তোলো নিউজের প্রকাশিত এক সংবাদ থেকে এ তথ্য পাওয়া যায়।
মাওলানা ফজলুর রহমান বলেন, “তালেবান আফগানিস্তানে এসেছে চার বছর হলো; আর তোমরা বিশ বছর ধরে সন্ত্রাসের সঙ্গে লড়াই করে যাচ্ছ। সোয়াত থেকে শুরু করে ওয়াজিরিস্তান পর্যন্ত মানুষকে নিজেদের বাড়ি–ঘর ছেড়ে চলে যেতে বাধ্য করা হয়েছে। পাকিস্তান নিজ দেশে নিজ জনগণকেই উদ্বাস্তু বানিয়েছে; কিন্তু তারপরও সন্ত্রাস কেন শেষ হলো না?”
তিনি আরও যোগ করেন, পাকিস্তান আফগানিস্তানে কোনো ধরনের সরকারই সহ্য করতে পারে না এবং সব সময় এ ধরনের ইস্যুতে আফগানিস্তানের সরকারগুলোকেই দোষারোপ করে।
মাওলানা ফজলুর রহমান বলেন, গত কয়েক দশকে পাকিস্তান আফগান শরণার্থীদের অজুহাতে বিপুল অর্থ নিয়েছে; অথচ এখন এই দেশটিই পুরো অঞ্চলের মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি ও অর্থনৈতিক পতনের মুখোমুখি দাঁড়িয়ে আছে।
তিনি আরও বলেন, “করজাই ও আশরাফ গনির সময়ে ভারতের সঙ্গে নৈকট্যের কারণে তোমরা তাদের সঙ্গে বিশ বছর যুদ্ধ করেছ। আর এখন, যখন ইমারাতে ইসলামিয়া দ্বিতীয়বার ক্ষমতায় এসেছে, পাকিস্তান ইমারাতে ইসলামিয়ার সঙ্গেই যুদ্ধে ব্যস্ত।”
সূত্র : তুলো নিউজ