রহমত নিউজ 04 December, 2025 12:05 PM
সিলেটের ঐতিহ্যবাহী জামিয়া গহরপুর সিলেটের দু'জন শিক্ষক শিক্ষকতার মহা পেশায় অর্ধশত বছর পূর্ণ করেছেন এবছর। কীর্তিমান এ দুই শিক্ষকের সম্মানে জামিয়া আয়োজন করছে “পথিকৃৎ শিক্ষক সম্মাননা৷”
আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এই বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হবে।
একই মাদরাসায় ধারাবাহিক সুদীর্ঘ পাঁচ দশক শিক্ষকতা করার ইতিহাস খুবই বিরল।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, আল্লামা সায়্যিদ আযহার মাদানী ও লেখক মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন। এছাড়াও তাদের হাতেগড়া প্রবীণ শাগরেদবৃন্দ, শুভানুধ্যায়ী ও ভক্ত-অনুরাগীরা এই আয়োজনে অংশগ্রহণ করবেন।