রহমত নিউজ 02 December, 2025 12:49 PM
আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারী ও উল্লেখিত আদেশের ওপর গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে বরিশালে সমমনা ৮ দলের বিভাগীয় মহাসমাবেশ।
গতকাল সোমবার (১ ডিসেম্বর) নগরীর একটি হোটেলের সম্মেলন কক্ষে আহুত এক সংবাদ সম্মেলনে ৮ দলের নেতৃবৃন্দ জানান, বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি থাকবেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।
জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের সভাপতিত্বে এ বিভাগীয় সমাবেশে ইসলামী আন্দোলন ও জামায়াত ইসলামীসহ ৮ দলীয় জোটের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন বলে সংবাদ সম্মেলনে জানান হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা সভাপতি ভাইস প্রিন্সিপাল মাওলানা সিরাজুল ইসলাম।
সম্মেলনে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসাইন হেলালসহ ৮ দলের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।