| |
               

মূল পাতা সারাদেশ রাজধানী মেট্রোরেল পুরোদমে চালু হচ্ছে দুপুরের আগেই


মেট্রোরেল পুরোদমে চালু হচ্ছে দুপুরের আগেই


রহমত নিউজ     27 October, 2025     11:16 AM    


রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল লাইনের যে পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে দুর্ঘটনা ঘটেছে, সেটি এখন মেরামতের কাজ করছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কারিগরি টিম।

সোমবার (২৭ অক্টোবর) সকালে টেকনিক্যাল টিম জানায়, দ্রুতই কাজ শেষ করে আজকের মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন তারা।

অবকাঠামোগত কোনো ক্ষতি হয়নি বলেও নিশ্চিত করেছেন জাপানি কারিগরি দলের একজন সদস্য।

ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ফারুক আহমেদ বলেন, ‘আমরা এখনো বন্ধ অংশে পরীক্ষামূলকভাবে ট্রেন চালাচ্ছি। খুব তাড়াতাড়ি পুরোদমে চালাতে পারব বলে আশা রাখি।

ডিএমটিসিএল'র ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে, মেট্রোরেলের সম্মানিত যাত্রী সাধারণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, আজ বেলা ১১টা হতে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সেবা নিরবচ্ছিন্নভাবে পুনরায় চালু করা হবে। সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

এর আগে রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে ফার্মগেট স্টেশনের সংলগ্ন ৪৩৩ নম্বর পিলার থেকে একটি রাবারের বিয়ারিং প্যাড পড়ে আবুল কালাম আজাদ নামে এক পথচারী ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর থেকে আগারগাঁও থেকে শাহবাগ পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা ঢাকা