মূল পাতা আন্তর্জাতিক আসিম মুনির ভালো মানুষ, শাহবাজ মহান নেতা : ট্রাম্প
শেখ আশরাফুল ইসলাম 26 October, 2025 03:05 PM
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনিরের প্রশংসা করে তাকে “একজন ভালো মানুষ” বলেছেন। শুধু তাই নয়, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেখবাজ শরিফকেও “একজন মহান নেতা” হিসেবে উল্লেখ করেছেন তিনি।
মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত “আসিয়ান সম্মেলন ২০২৫”-এ দেওয়া বক্তৃতায় ট্রাম্প এসব কথা বলেন।
রোববার (২৬ অক্টোবর) পাকিস্তানের সংবাদমাধ্যম এআরওয়াই নিউজের প্রকাশিত এক সংবাদ থেকে এ তথ্য জানা যায়।
বক্তৃতায় প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, তিনি আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য সংঘাতের খবর শুনেছিলেন, কিন্তু পাকিস্তানের নেতৃত্ব খুব দ্রুত ও শান্তিপূর্ণভাবে পরিস্থিতি সামলে নিয়েছে।
তিনি বলেন, আমি বিশ্বজুড়ে শান্তির পক্ষপাতী। এখন পর্যন্ত তিনি আটটি যুদ্ধ থামাতে সাহায্য করেছেন বলেও দাবি করে তিনি।
তিনি বলেন, আমি বাণিজ্যের মাধ্যমে যুদ্ধ থামিয়েছি। আমেরিকা সংঘাত নয়, বরং বাণিজ্যকে বেশি প্রাধান্য দেয়, যোগ করেন ট্রাম্প।
সূত্র : এআরওয়াই নিউজ