| |
               

মূল পাতা আন্তর্জাতিক ৩৮ ট্রিলিয়নে পৌঁছেছে আমেরিকার ঋণ; মাথাপিছু ১ লক্ষ ১১ হাজার ডলার


৩৮ ট্রিলিয়নে পৌঁছেছে আমেরিকার ঋণ; মাথাপিছু ১ লক্ষ ১১ হাজার ডলার


শেখ আশরাফুল ইসলাম     23 October, 2025     09:57 PM    


ঋণের ভারে জর্জরিত হয়ে পড়েছে আমেরিকা। দেশটির ঋণ বেড়ে ইতোমধ্যে ৩৮ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। সরকারের ব্যয় এখন আয়ের তুলনায় অনেক বেশি হারে বৃদ্ধি পাচ্ছে।

পিটার জি. পিটারসন ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, এই ঋণের পরিমাণ যদি দেশের প্রতিটি নাগরিকের মধ্যে ভাগ করে দেওয়া হয়, তাহলে প্রত্যেকের ওপর প্রায় ১ লক্ষ ১১ হাজার ডলার করে ঋণ পড়বে।

মার্কিন অর্থ মন্ত্রণালয়ের সর্বশেষ আর্থিক প্রতিবেদনে জানানো হয়, গত মঙ্গলবার (২১ অক্টোবর) পর্যন্ত আমেরিকার মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩৮ ট্রিলিয়ন ১৯ বিলিয়ন ৮১৩ মিলিয়ন ডলার।

গবেষণা প্রতিষ্ঠান পিটার জি. পিটারসন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মাইকেল আমেরিকার আইনপ্রণেতাদের সমালোচনা করে বলেন, তারা দেশের মৌলিক অর্থনৈতিক দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছেন।

ফাউন্ডেশনটি সতর্ক করে বলেছে, ক্রমবর্ধমান জাতীয় ঋণ আমেরিকার ভবিষ্যৎ অর্থনীতির জন্য গুরুতর হুমকি হয়ে উঠছে। প্রতি বছর এক ট্রিলিয়ন ডলার করে ঋণ বাড়ানো একটি বিশাল দেশের জন্য ব্যর্থ অর্থনৈতিক নীতির পরিচায়ক।

বহু দশক ধরে বিভিন্ন দেশে যুদ্ধ পরিচালনার মাধ্যমে সুবিধা নেওয়া সত্ত্বেও আমেরিকা এখন বড় অর্থনৈতিক সংকটে পড়েছে, ফলে দেশটির নীতিনির্ধারকদের বিরুদ্ধে অভ্যন্তরীণ সমালোচনা ব্যাপকভাবে বেড়েছে।

তিন সপ্তাহ আগে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, কংগ্রেস ও হোয়াইট হাউসের বাজেট বিরোধের কারণে বেশ কয়েকটি সরকারি সংস্থার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখতে হয়েছে।

সূত্র : হুররিয়াত রেডিও