রহমত নিউজ 21 October, 2025 11:44 AM
বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেছেন, জুলুম নির্যাতন দুর্নীতি দুঃশাসন থেকে মুক্তি পেতে হাজার হাজার ছাত্র জনতা রক্তের বিনিময়ে দেশ নতুনভাবে স্বাধীন করেছে। কিন্তু দেশের জনগণের সে প্রত্যাশা আজও পূরণ হয়নি। শেখ হাসিনা সরকারকে বিতাড়িত করার পর জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সরকার দায়িত্ব নেয়ার দেড় বছর অতিবাহিত হলেও দেশ থেকে দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী খুন- ধর্ষণ নির্মূল করতে সক্ষম হয়নি। জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে মারকাজুল খেলাফত জামিয়া নুরিয়ায় এক বিশেষ বৈঠকে সভাপতির ভাষণে তিনি এসব কথা বলেন।
মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী আরো বলেন, জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন দেশের জনগণের প্রাণের দাবিতে পরিণত হয়েছে। তাই এ দাবি নিয়ে গড়িমসি করা সরকারের জন্য শুভ হবে না। জনগণের মতের বিরুদ্ধে প্রাইমারি স্কুলে নৃত্য ও গানের শিক্ষক নিয়োগ না দিয়ে ধর্মীয় শিক্ষক হিসেবে আলেমদের নিয়োগ দিতে হবে।
সমমনা রাজনৈতিক দলসমূহের যুগপৎ আন্দোলনের কর্মসূচীর অংশ হিসেবে খেলাফত আন্দোলনের ৭দফা দাবি বাস্তবায়নের জন্য খেলাফত আন্দোলন নেতাকর্মীদেরকে মাঠে থাকার আহ্বান জানিয়ে মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেন, বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে আসলেও এখনো পর্যন্ত সরকার নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করতে পারেনি। সুষ্ঠু নির্বাচন না হলে দেশ-বিদেশে এ নির্বাচনও প্রশ্নবিদ্ধ হবে। এক ফ্যাসিস্টকে বিতাড়িত করে বাংলাদেশে অন্য কোন ফ্যাসিবাদ কায়েম হতে দিবে না এদেশের জনগণ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দলের মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানি, নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মাওলানা মাহমুদুল হাসান শরিয়তপুরী, মাস্টার আতিকুল ইসলাম প্রমুখ।