| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল শ্রমিক ও মালিক উভয়ের অধিকার নিশ্চিতে কার্যকর নির্দেশনা দিয়েছে ইসলাম :  খেলাফত আন্দোলন


শ্রমিক ও মালিক উভয়ের অধিকার নিশ্চিতে কার্যকর নির্দেশনা দিয়েছে ইসলাম :  খেলাফত আন্দোলন


রহমত নিউজ     01 May, 2025     07:23 PM    


বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতৃবৃন্দ বলেছেন, ইসলাম শ্রমিক ও মালিক তথা সব মানুষের অধিকার নিশ্চিত করণার্থে বাস্তবমুখী ও কার্যকর নির্দেশনা দিয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তার নায্য পারিশ্রমিক আদায়ের নির্দেশ দিয়েছেন মালিকপক্ষকে। ঠিক তদ্রুপ, শ্রমিককেও নির্দেশনা দেওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে প্রদত্ত দায়িত্ব ও কার্যাবলী যথাযথভাবে সম্পন্ন করতে। মানুষ হিসেবে মালিক ও শ্রমিক উভয়ের মর্যাদা ও অবস্থান সমান। উভয়েই একে অন্যের মুখাপেক্ষী। প্রত্যেকে তার নিজ  নিজ দায়িত্ব পালন করলে সবার প্রাপ্য অধিকার আপনাআপনিই নিশ্চিত হবে। ভাঙচুর, জ্বালাও-পোড়াও জাতীয় আন্দোলনের প্রয়োজন পড়বে না। 

আজ বৃহস্পতিবার (১ মে) সকাল ৭ টায় রাজধানীর লালবাগ কেল্লার মোড়স্থ কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ খেলাফত আন্দোলন ঢাকা মহানগর আয়োজিত 'শ্রমিকের মর্যাদা ও অধিকার' শীর্ষক আলোচনা সভায় উপস্থিত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে এসব কথা বলেন।

খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক এবং ঢাকা মহানগর আমীর মাওলানা মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি মোফাচ্ছির হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, মহানগর নায়েবে আমীর মুফতী আখতারুজ্জামান আশরাফী, যুগ্ম সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম জামালী, সহ সাংগঠনিক সম্পাদক মুফতী মাহফুজ মুসলেহ, জাকির হোসাইন, অর্থ সম্পাদক মাওলানা জাফর আহমাদ, মুফতী রুহুল আমীন, মুফতী মাহমুদুর রহমান ইয়াহইয়া, মাওলানা ইকরাম এলাহী,  মাওলানা আবুল হাসানাত, মাওলানা সফিক সাদী,  মুফতী নূরুর রহমান প্রমূখ।

আলোচনা সভা শেষে খেলাফত আন্দোলনের নবনির্বাচিত আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজীকে ঢাকা মহানগরের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। মহানগর নেতৃবৃন্দ নবনির্বাচিত আমীরে খেলাফতকে শুভেচ্ছার নিদর্শনস্বরুপ ক্রেস্ট ও বই উপহার দেন।

এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদীসহ কেন্দ্রীয়, ঢাকা মহানগর ও থানা নেতৃবৃন্দ।