| |
               

মূল পাতা সারাদেশ রাজধানী হেফাজতের মহাসমাবেশ বাস্তবায়নে খিলগাঁওয়ে সভা অনুষ্ঠিত


হেফাজতের মহাসমাবেশ বাস্তবায়নে খিলগাঁওয়ে সভা অনুষ্ঠিত


রহমত নিউজ     29 April, 2025     05:32 PM    


আগমী ৩ মে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ ডেকেছে হেফাজত ইসলাম বাংলাদেশ। সমাবেশ সফল করতে বাস্তবায়ন কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ৮ টায় খিলগাঁওয়ের মাখজানুল উলুম মাদরাসায় হেফাজতের মহাসচিব মাওলানা সাজিদুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মাহফুজুল হক, মাওলানা মহিউদ্দিন রাব্বানী, ড. আহমদ আব্দুল কাদের, মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা জহুরুল ইসলানা, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব, যুগ্ম মহাচিব মাওলানা মামুনুল হক, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা মীর ইদ্রিস , সহকারী মহাসচিব মাওলানা সাখাওয়াত হোসাইন রাজী, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা আতাউল্লাহ আমীন, মুফতী বশিরুল্লাহ, মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মাওলানা মুসা বিন ইজহার, মাৌওলানা হাবিবুল্লাহ মিয়াজী, মাওলানা মজিবুর রহমান, মুফতী কেফায়েতুল্লাহ আজহারী, মুফতী জাকির হোসাইন কাসেমী, মুফতী কামাল উদ্দিন, মুফতী মজিবুর রহমান চাটগামী, ড. শোয়াইব আহমদ, মুফতী ইলিয়াস হামিদী, মাওলানা রাশেদ বিন নুর, কবি মুহিব খান, মুফতী শরীফ উল্লাহ, মাওলানা আফসার মাহমুদ, মুফতী আব্দুল মালেক প্রমূখ।

উল্লেখ্য; নারী বিষয়ক সংস্কার কমিশনের কুরআন-সুন্নাহবিরোধী প্রতিবেদনসহ কমিশন বাতিল, সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল, ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও শাপলা চত্বরে সংঘটিত গণহত্যাসহ সকল হত্যার বিচার এবং ফিলিস্তিন-ভারতে মুসলিম গণহত্যা বন্ধের দাবীতে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা ঢাকা