রহমত নিউজ 01 May, 2025 12:11 PM
বিতর্কিত নারী সংস্কার কমিশন পরিস্থিতি ঘোলাটে করে ভারতকে হস্তক্ষেপের সুযোগ করে দিবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতী রেজাউল করীম।
তিনি বলেন, আমরা আশংকা করছি নারী কমিশনের সদস্যগণ ভারত দ্বারা প্রভাবিত হয়ে বিপ্লবোত্তর সরকারকে বিতর্কিত করতে এবং তাদের সাথে থাকা গণসমর্থনকে ক্ষতিগ্রস্ত করতে এ ধরণের প্রস্তাব দিয়ে থাকতে পারে। সরকারকে বলবো, নারী কমিশনের অন্তরালে “র” এজেন্ডা বাস্তবায়নের চক্রান্ত হচ্ছে।
বুধবার (৩০ মে) সকাল ৯টায় জাতীয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে আয়োজিত “নারী বিষয়ক সংস্কার কমিশনের ইসলামফোবিয়া: করণীয়” শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
মুফতী রেজাউল করীম বলেন, হাজার হাজার ছাত্র-জনতার শহিদ, পঙ্গুত্ববরণ, চক্ষু হারানো ও রক্তের ঝড়ানোর বিনিময়ে আজকের এই বাংলাদেশকে কোনভাবেই প্রশ্নবিদ্ধ করতে দেয়াা হবে না। কুরআন-সুন্নাহর বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্র দেশবাসী রুখে দিবে।
চরমোনাই পীর বলেন, বাংলাদেশের পারিবারিক আইন বহুদিন ধরে ধর্মভিত্তিক। যেমন মুসলিম পারিবারিক আইন, হিন্দু পারিবারিক আইন, খ্রিস্টান পারিবারিক আইন। এটি শুধু বাংলাদেশের নয়, বরং ভারতের মতো বহু দেশেই প্রচলিত। এই আইনের মাধ্যমে পরিবার গঠিত হয় এবং তা নিয়ে কোনো বড় অসন্তোষও সমাজে নেই। অথচ নারী কমিশন এই ধর্মীয় ভিত্তিকে বাতিল করে নতুন আইনের নামে ধর্মহীন পরিবার কাঠামো চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করছে। এর মাধ্যমে তারা ধর্মবিশ্বাসী জনগণকে উত্তেজিত করে ভারতের বিজেপির সাম্প্রতিক সামাজিক বিভাজনের কৌশলের অনুকরণ করছে বলেই আশঙ্কা প্রকাশ করা হয়।
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা নুরুল হুদা ফয়েজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুফতী রেজাউল করীম আবরার ও যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী শামুদ্দোহা আশরাফীর সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য রাখেন : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মানুনুল হক, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা সাখাওয়াত হোসাইন রাজী, ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, এনসিপির যুগ্ম আহ্বায়ক মাওলানা আশরাফ মাহদী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মুফতি আব্দুল্লাহ মাসুম, অনলাইন এক্টিভিস্ট মাওলানা রুহুল আমীন সাদি (সাইমুম সাদী), মুফতী লুতফুর রহমান ফারায়েজি প্রমুখ।
সেমিনারে সর্বসম্মতিক্রমে চার দফা দাবি পেশ করা হয়।
দাবিসমূহ :
১। নারী বিষয়ক সংস্কার কমিশনের বিতর্কিত প্রস্তাব অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
২। কমিশন সরকারিভাবে বাতিল করতে হবে।
৩। নতুন কমিশন গঠনের ক্ষেত্রে দীনদার, শিক্ষিত, দেশীয় চিন্তায় বিশ্বাসী নারীদের অন্তর্ভুক্ত করতে হবে।
৪। পরিবার ও নারী বিষয়ে প্রস্তাবের ভিত্তি হতে হবে কুরআন-সুন্নাহ, সংবিধান এবং সামাজিক বাস্তবতা।