মূল পাতা আন্তর্জাতিক ব্যাপক বৈষম্যের শিকার ভারতের মুসলিমরা; এবার সিলগালা করা হলো ১৩টি মাদরাসা
আন্তর্জাতিক ডেস্ক 14 April, 2025 07:34 PM
ধারাবাহিকভাবে ব্যাপক নির্যাতন এবং বৈষম্যের শিকার হয়ে আসছে ভারতের মুসলমানরা। তারই ধারাবহিকতায় এবা দেশটির উত্তরাখণ্ডে ১৩টি মাদরাসা সিলগালা করে দিয়েছে হিন্দুত্ববাদী বিজেপি সরকারের প্রশাসন।
প্রশাসনের দাবি, সিলগালা করে দেওয়া মাদরাসাগুলো রাজ্য সরকারের নিয়ম লঙ্ঘন করেছে এবং উত্তরাখণ্ড মাদরাসা বোর্ড বা রাজ্য শিক্ষা বিভাগে এগুলো নিবন্ধিত নয় বলে প্রমাণিত হয়েছে৷
রোববার (১৩ এপ্রিল) ভারতের উত্তরাখণ্ডের হলদওয়ানি জেলায় এ ঘটনা ঘটে। মাদরাসা বোর্ড বা রাজ্য শিক্ষা বিভাগে নিবন্ধিত না হলেই ‘অবৈধ’ ঘোষণা করে বন্ধ করে দেওয়া হচ্ছে মাদরাসাগুলোকে।
হলদওয়ানির ১৮টি মাদরাসা অবৈধ দাবি করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিবেক কুমার বলেন, ইতোমধ্যে ১৩টি মাদরাসা সিলগালা করা হয়েছে। তবে এখনো ১৮টি মাদরাসা এখনো অবৈধ পর্যায়ে রয়েছে এসব মাদরাসার নিবন্ধনের কোনও নথি ছিল না।
এসময় মুসলমানদের বিরুদ্ধে চলমান এই ‘অভিযান’ অব্যাহত থাকবে বলেও জানান হলদওয়ানির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিবেক কুমার।
উল্লেখ্য; হিন্দুত্ববাদী বিজেপি সরকারের প্রস্তাবে ভারতে গত ৫ এপ্রিল আইনে পরিণত হয়েছে ‘ওয়াকফ সংশোধনী বিল’। ইতোমধ্যেই দেশটির বিভিন্ন প্রান্তে এই আইনের বিরুদ্ধে বিক্ষোভ করেছে মুসলিমরা। বিক্ষোভকারীরা বলছে, ওয়াকফ সম্পত্তির উপরে নিজের কর্তৃত্ব বাড়াতে এই আইন তৈরি করেছে সরকার। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এবং বেশ কয়েকটি মুসলিম সংগঠন এই আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। তারা বলছেন, চরম বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল পাস করে মুসলমানদের ওয়াকফকৃত ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ-মাদরাসা ও এতিমখানাগুলো রাষ্ট্রীয়ভাবে দখলের পথ সুগম করছে সরকার।
সূত্র: দ্য সিয়াসত ডেইলি