| |
               

মূল পাতা জাতীয় আগামী শনিবার রাজধানীর রাজপথে “মার্চ ফর গাজ্জা”


আগামী শনিবার রাজধানীর রাজপথে “মার্চ ফর গাজ্জা”


রহমত নিউজ     10 April, 2025     12:32 PM    


ফিলিস্তিনের গাজ্জায় চালানো ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে আগামী শনিবার (১২ এপ্রিল) রাজধানীর রাজপথে “মার্চ ফর গাজ্জা” কর্মসূচির ডাক দিয়েছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ। 

জানা যায়, ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত এই মার্চ হবে।

ধারণা করা হচ্ছে, ফিলিস্তিনের পক্ষে রাজধানীর রাজপথে এটিই হবে সবচেয়ে বড় “মার্চ”।  এই কর্মসূচির উদ্যোক্তারা দলমত–নির্বিশেষে সবাইকে এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে।

“মার্চ ফর গাজ্জা”-এর আয়োজক প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ গত সোমবার (৮ এপ্রিল) তাদের ফেসবুক পেজে এই কর্মসূচির ইভেন্ট শেয়ার করেছে। ইভেন্টের তথ্য অনুযায়ী শনিবার বেলা তিনটায় এই কর্মসূচি হবে। 

প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের ফেসবুক পেজে এই কর্মসূচির পক্ষে সংহতি জানিয়ে আলেম ও সেলিব্রেটিদের ভিডিও বার্তা পোস্ট করা হচ্ছে।