মূল পাতা মুসলিম বিশ্ব আলেমদের বিরুদ্ধে অস্ত্র তুলে নেওয়া জিহাদ নয় সন্ত্রাস : মাওলানা ফজলুর রহমান
মুসলিম বিশ্ব ডেস্ক 10 March, 2025 02:16 PM
আলেমদের বিরুদ্ধে অস্ত্র তুলে নেওয়া জিহাদ নয়, বরং সংকীর্ণমনা ও সন্ত্রাসী কার্যক্রম বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের (জেইউআই) আমীর মাওলানা ফজলুর রহমান।
সম্প্রতি পাকিস্তানের দারুল উলুম হাক্কানিয়ায় শহীদ হওয়া মাওলানা হামিদুল হক হক্কানীর পরিবারের প্রতি শোক জানিয়ে তিনি বলেন, যে লোক আমার উস্তাদ ও একজন বিজ্ঞ আলেমকে হত্যা করেছে, সে মুজাহিদ নয় খুনি। আমার উস্তাদকে শহীদ বলা হবে, আর তার হত্যাকারীকে মুজাহিদ! এটা সম্ভব নয়।
সোমবার (১০ মার্চ) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন।
মাওলানা ফজলুর রহমান বলেন,কিছু মানুষ জিহাদের নামে জান্নাতের পথ খুঁজছে, অথচ একজন ধর্মীয় আলেমের বিরুদ্ধে অস্ত্র তোলা সংকীর্ণতার পরিচায়ক, এটি কখনোই জিহাদ নয়।
মাওলানা হামিদুল হক হক্কানী দারুল উলুম হক্কানিয়ার সাবেক মুহতামীম শহীদ মাওলানা সামিউল হক হক্কানী র. এর পুত্র ছিলেন। বাবার শাহাদতবরণের পর তিনি জমিয়তে উলামায়ে ইসলাম (এস) এর সভাপতি হয়েছিলেন। তিনি ১৯৬৮ সালের মে মাসে প্রদেশটির নওশেরা জেলা আকোড়া খাট্টায় জন্মগ্রহণ করেন। ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি জাতীয় সংসদের সদস্য ছিলেন। গত ২৮ ফেব্রুয়ারি বাদ জুমা দারুল উলুম হক্কানিয়ার জামে মসজিদে বোমা হামলায় তিনি শহীদ হন।
মাওলানা ফজলুর রহমান বলেন,কিছু মানুষ জিহাদের নামে জান্নাতের পথ খুঁজছে, অথচ একজন ধর্মীয় আলেমের বিরুদ্ধে অস্ত্র তোলা সংকীর্ণতার পরিচায়ক, এটি কখনোই জিহাদ নয়।
তিনি বলেন, মাওলানা হামিদুল হক হক্কানীর ওপর হামলা আসলে তার ঘর, তার মাদরাসা এবং তার জ্ঞানচর্চার কেন্দ্রের ওপর হামলা। মাওলানা সামিউল হকের শাহাদাতের শোক এখনও তাজা, তার মধ্যেই এই নির্মম হামলা আমাকে গভীরভাবে মর্মাহত করেছে। আমি তখন উমরাহ করছিলাম, যখন এই দুঃসংবাদ পেলাম। যে শোক অনুভব করেছি, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।
উল্লেখ্য; মাওলানা হামিদুল হক হক্কানীর বাবা মাওলানা সামিউল হক হক্কানী (র.)-এর ছাত্র মাওলানা ফজলুর রহমান।