| |
               

মূল পাতা আন্তর্জাতিক বিবিসি নিউজকে ৩ লাখ ৯৮ হাজার মার্কিন ডলার জরিমানা করল ভারত


বিবিসি নিউজকে ৩ লাখ ৯৮ হাজার মার্কিন ডলার জরিমানা করল ভারত


আন্তর্জাতিক ডেস্ক     23 February, 2025     06:01 PM    


ভারতীয় আর্থিক অপরাধ দমন সংস্থা ইন্ডিয়াস এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি) দক্ষিণ এশীয় দেশটিতে বৈদেশিক মুদ্রা লঙ্ঘনের অভিযোগে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জরিমানা করেছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। 

প্রতিবেদনে বলা হয়, বিবিসিকে তিন লাখ ১৪ হাজার ৫১০ পাউন্ড বা তিন লাখ ৯৭ হাজার ৯৮০ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে বলে তিনটি সরকারি সূত্র রয়টার্সকে জানিয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থাটি জানায়, বৈদেশিক মুদ্রা বিনিময় ব্যবস্থাপনা আইনের আওতায় ২০২৩ সালের এপ্রিলে বিবিসির বিরুদ্ধে তদন্ত শুরু করে ইডি। এর দুমাস আগে সংবাদমাধ্যমের দিল্লি ও মুম্বাই কার্যালয়ে তল্লাশি চালিয়েছিল দেশটির কর কর্তৃপক্ষ।

ইডির বিধিমালা অনুযায়ী, ভারতের বৈদেশিক মুদ্রা বিনিময় ব্যবস্থাপনা আইন অনুযায়ী সন্দেহভাজনের বিরুদ্ধে তদন্ত পরিচালনা ও জরিমানা করার অধিকার রয়েছে সংস্থাটির।

ভারত সরকার বলছে, বিবিসির বিদেশি মালিকানার পরিমাণ হ্রাসের জন্য তাদের ২০২৩ সালের শুরুর দিকে আইনি নোটিশ দেওয়া হয়েছিল। তাদের ২৬ শতাংশ বৈদেশিক শেয়ারের অনুমোদন ছিল। এর ফলেই তাদের জরিমানা করা হয়েছে।

সংস্থাটির কার্যক্রম তত্ত্বাবধানে ব্যর্থতার দায়ে বিবিসির তিন পরিচালকের প্রত্যেককে প্রায় এক লাখ ৩২ হাজার ৪৩০ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে।

অবশ্য এ বিষয়ে চূড়ান্ত কোনো আদেশনামা এখনো পায়নি বলে দাবি করেছে বিবিসি। এক বিবৃতিতে তারা বলেছে, আদেশের কোনো প্রতিলিপি এসে পৌঁছালে তা সঠিকভাবে পর্যালোচনা করে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।