| |
               

মূল পাতা রাজনীতি আল্লাহকে নিয়ে কটূক্তি করা রাখাল রাহার শাস্তির দাবি খেলাফত আন্দোলনের


আল্লাহকে নিয়ে কটূক্তি করা রাখাল রাহার শাস্তির দাবি খেলাফত আন্দোলনের


রহমত নিউজ     22 February, 2025     01:25 PM    


সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আল্লাহকে নিয়ে কটূক্তি করে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ায় রাখাল রাহার (সাজ্জাদুর রহমান) দ্রুত শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলন।  

শনিবার (২২ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি জানান খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী।

বিবৃতিতে তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে রাখাল রাহার মত একজন নাস্তিক কি করে পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন কমিটির সদস্য হয় তা বোধগম্য নয়। বাক স্বাধীনতার নামে আল্লাহ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করার ধৃষ্টতা বরদাস্ত করা হবে না।

তিনি আরো বলেন, মাঝে মাঝে কতিপয় নাস্তিক মুরতাদরা ধর্মীয় উস্কানি দিয়ে এদেশে সম্প্রীতি বিনষ্ট ও অশান্তি সৃষ্টি করতে চায়। অবিলম্বে  তাকে কমিটি থেকে অপসারণ ও দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে।

মাওলানা মিয়াজী অবিলম্বে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অন্যথায় যেকোনো সৃষ্ট পরিস্থিতির জন্য সরকারকে দায়ী থাকতে হবে।