মূল পাতা মুসলিম বিশ্ব ট্রাম্পের গাজ্জা পরিকল্পনার প্রতিক্রিয়া জানাতে ৪ মার্চ আরব লীগের শীর্ষ সম্মেলন
শেখ আশরাফুল ইসলাম 19 February, 2025 12:14 PM
গাজ্জার যুদ্ধ বিধ্বস্ত এলাকা ‘সংস্কারের’ জন্য সেখানে বসবাসকারী ফিলিস্তিনি জনগণকে অন্যত্র, বিশেষ করে মিশর ও জর্ডানে স্থানান্তরিত করার প্রস্তাব দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই প্রস্তাবের প্রতিক্রিয়া হিসেবে ডাকা আরব লীগের “বিশেষ শীর্ষ সম্মেলন” অবশেষে হতে যাচ্ছে আগামী ৪ মার্চ। এর আগে দুই দফায় পিছিয়েছে এই তারিখ।
এই সম্মেলনের উদ্যোক্তা মিশর এই তথ্য জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নতুন তারিখটি আরব লীগ সদস্য দেশগুলোর সঙ্গে আলোচনা করে নির্ধারণ করা হয়েছে, যা সম্মেলনের জন্য মূলগত এবং লজিস্টিক প্রস্তুতির অংশ হিসেবে ছিল।
বৃহস্পতিবার, সৌদি আরব, মিশর, জর্ডান, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের নেতাদের আমন্ত্রণ জানিয়ে তাদের গাজ্জার পুনর্নির্মাণ পরিকল্পনা উপস্থাপন করবে আরব লীগ। যেখানে ফিলিস্তিনিরা তাদের ভূমিতে থাকবে; এমন বিষয়টিই প্রধান্য পাবে।
আরব বিশ্বের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করেছে ট্রাম্পের “গাজ্জা পরিকল্পনা”। তবে এই সূত্র ধরে আরব দেশগুলোর মধ্যে বিরল ঐক্যে সৃষ্টি হয়েছে, যাতে তারা এই প্রস্তাবটি প্রতিরোধ করতে পারে।
সূত্র : আরব নিউজ