রহমত নিউজ 10 February, 2025 08:40 PM
৫ম আন্তর্জাতিক আল কুদস সপ্তাহ উপলক্ষে “মানবতা বিরোধী অপরাধের থাবায় ফিলিস্তিন; আমাদের করণীয়” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ১০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় ইন্তিফাদা ফাউন্ডেশন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়াতে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড. মুহাম্মাদ সাইফুল ইসলাম।
সভায় সভাপতিত্ব করেন ফিলিস্তিন ওলামা পরিষদের বাংলাদেশি কো-অর্ডিনেটর মাওলানা মুহাইমিনুল হাসান রিয়াদ। তিনি বলেন, গাজ্জায় চলমান অসম যুদ্ধে ইসরায়েল মানবাধিকার লঙ্ঘন ও যুদ্ধাপরাধের ন্যক্কারজনক ইতিহাস সৃষ্টি করেছে। এখনই সময় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিশ্ববাসীকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
তিনি আরও বলেন, "৭ অক্টোবরের অভিযানে ফিলিস্তিনের মুক্তিকামী যোদ্ধারা ইসরায়েলের বিরুদ্ধে ঐতিহাসিক বিজয় অর্জন করেছে। এ বিজয় প্রমাণ করে দিয়েছে যে, ইসরায়েলি সন্ত্রাসীরা পরাজিত এবং অপমানিত।"
বাংলাদেশের পাসপোর্টে “এক্সেপ্ট ইজরাইল” শব্দদ্বয় পুনর্বহাল করার দাবি জানিয়ে তিনি বলেন, জায়নবাদী আগ্রাসন শুধু ফিলিস্তিনে সীমাবদ্ধ নয়, বরং সমগ্র মুসলিম বিশ্বেই ত্রাস সৃষ্টির ষড়যন্ত্র চলছে। বাংলাদেশও এর বাইরে নয়। পাসপোর্ট থেকে“এক্সেপ্ট ইজরায়েল” শব্দদ্বয় বাতিল করা এবং ইসরাইলি পেগাসাস যন্ত্র ক্রয় করা এই আগ্রাসনের অংশ।
তিনি আরও বলেন, স্বাধীনতার চেতনাকে সম্মান জানাতে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হলো এই ষড়যন্ত্রের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়া। পাসপোর্টে এই শব্দ দু’টি পুনর্বহাল না করা জুলাই অভ্যুত্থানের স্পিরিটের বিরোধী।
মাওলানা সাইফুল ইসলাম এর সঞ্চালনায় আয়োজিত 'মানবতা বিরোধী অপরাধের থাবায় ফিলিস্তিন; আমাদের করণীয়' শীর্ষক আলোচনা সভায় শুরুতে কুরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা মুসা নূর, স্বাগত বক্তব্য রাখেন ইন্তিফাদা ফাউন্ডেশন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি কামরুল হাসান কবির এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুস্তাকুর রহমান জাহিদ প্রমুখ।
বক্তারা বাংলাদেশের পাঠ্যপুস্তকে ফিলিস্তিনের ইতিহাস ও সংগ্রাম অন্তর্ভুক্তি এবং মসজিদে আকসাকে মুসলমানদের ধর্মীয় অধিকার হিসেবে পাঠ্যক্রমে স্থান দেওয়ারও জোর দাবি জানান।
এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: