রহমত নিউজ 07 December, 2024 10:01 PM
ভারতকে 'ব্যান্ডউইথ ট্রানজিট' সুবিধা দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করেছে বাংলাদেশ। বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোতে মোবাইল ইন্টারনেট সংযোগের গতি বাড়ানোর লক্ষ্যে এই সুবিধা চেয়েছিল নয়াদিল্লি। তবে, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) ভারতের প্রস্তাবটি নাকচ করে দিয়েছে।
বিটিআরসির সূত্র অনুযায়ী, বাংলাদেশের আঞ্চলিক ডিজিটাল হাব হিসেবে ভূমিকা ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ১ ডিসেম্বর এ সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করেছে বিটিআরসি।
এর আগে, আওয়ামী লীগ সরকারের আমলে 'সামিট কমিউনিকেশনস' এবং 'ফাইবার অ্যাট হোম' নামে দুইটি প্রতিষ্ঠান ভারতীয় কোম্পানি 'ভারতী এয়ারটেল লিমিটেড' এর সঙ্গে আখাউড়া থেকে সিঙ্গাপুর পর্যন্ত ট্রানজিট সংযোগ স্থাপনের অনুমতি চেয়ে বিটিআরসিতে আবেদন করেছিল। প্রাথমিকভাবে এই প্রস্তাবটি মঞ্জুরও করা হয়েছিল।
তবে, এই ট্রানজিট সংযোগ স্থাপনের জন্য বাংলাদেশের তেমন কোনো লাভ হত না বলে বিটিআরসি সূত্রে জানা গেছে। আখাউড়া সীমান্তে ইন্টারনেট সার্কিট স্থাপন করার মাধ্যমে এই সংযোগ চালু করার পরিকল্পনা ছিল। তবে, শুধুমাত্র স্থলপথে কেবল যোগাযোগ স্থাপন করে বাংলাদেশে কোনো লাভ হতো না এবং এই সুযোগের মাধ্যমে ভারতই বেশি উপকৃত হত।
এদিকে, ‘সামিট কমিউনিকেশনস’ এবং ‘ফাইবার অ্যাট হোম’ আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত। ‘সামিট কমিউনিকেশনস’-এর চেয়ারম্যান মোহাম্মদ ফরিদ খান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ফারুক খানের ছোট ভাই এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ঘনিষ্ঠ বন্ধু।
এ বিষয়ে গণমাধ্যমকে বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরামের সভাপতি আমিনুল হাকিম বলেন, আলটিমেটলি ভারতের ব্যান্ডউইথ ভারতেই শেষ হবে, আর বাংলাদেশ নিছক একটি ট্রানজিট পয়েন্টে পরিণত হবে।