রহমত নিউজ 07 December, 2024 11:12 PM
মৌলিক সংস্কারগুলো সম্পূর্ণ করে অন্তর্বর্তী সরকার নির্বাচন দেবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা সেখ বশিরউদ্দীন। সেইসাথে অভ্যুত্থান পরবর্তী সময়কে রাষ্ট্রে ন্যায় প্রতিষ্ঠার সুযোগ হিসেবে জানান তিনি।
শনিবার (০৭ ডিসেম্বর) রাতে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে (আইসিসিবি) ওয়ালটন আয়োজিত এটিএস এক্সপোর সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
বাণিজ্য উপদেষ্টা বলেন, প্রযুক্তি পণ্যের দেশীয় নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করার চেষ্টা করতে হবে। ওয়ালটনের মতন অন্যান্য প্রতিষ্ঠান গুলোকেও দেশীয় ব্যান্ড বিশ্বে পৌঁছে দেয়ার কথা জানান তিনি।
দেশের ব্যবসাবাণিজ্য প্রসারের ক্ষেত্রে সরকার কাজ করছে উল্লেখ করে এসময় বাণিজ্য উপদেষ্টা বলেন, বিশ্ব দরবারে অর্থনৈতিকভাবে শক্তিশালী অংশীদার হবে বাংলাদেশ।