| |
               

মূল পাতা জাতীয় হাইকমিশনে হামলার দায় ভারতীয় মিডিয়ার: প্রেস সচিব


হাইকমিশনে হামলার দায় ভারতীয় মিডিয়ার: প্রেস সচিব


রহমত নিউজ     03 December, 2024     07:40 PM    


প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ভারত আক্রমণাত্মকভাবে বাংলাদেশকে নিয়ে অপতথ্য ছড়াচ্ছে। এই অপতথ্যের কারণেই সহকারী হাইকমিশনে হামলার ঘটনা ঘটেছে। এর সম্পূর্ণ দায় ভারতের মিডিয়ার।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমীতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, পূর্ব নির্ধারিত ধারণা নিয়েই ভারত অপতথ্য ছড়াচ্ছে। এমন মনোভাব বজায় থাকলে তাদের সাথে আলোচনার উপায় থাকে না। এ সময় বাংলাদেশের প্রকৃত পরিস্থিতি পর্যবেক্ষণে আন্তর্জাতিক মিডিয়াগুলোতে আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রতিবেদনে বড় ধরনের গলদ রয়েছে। অথচ ভারতীয় সাংবাদিকরা তাদের প্রতিবেদনই আমলে নিচ্ছে। তারা আমাদেরকে কাঠগড়ায় দাঁড় করাতে চাইছে। এ সময় ভারতের অপচেষ্টা রুখে দিতে জাতীয় ঐক্য ধরে রাখতে হবে বলেও মন্তব্য করেন তিনি।