মূল পাতা মুসলিম বিশ্ব পাক-আফগান সীমান্ত উত্তেজনায় ভারতের হাত রয়েছে : দাবি ইসলামাবাদের
শেখ আশরাফুল ইসলাম 20 October, 2025 02:49 PM
সাম্প্রতিক আফগান সীমান্তে যে সংঘর্ষ হয়েছে, তার পেছনে ভারতের ভূমিকা রয়েছে বলে দাবি করেছে ইসলাবাদ। তাদের দাবি, ভারতের সঙ্গে কাবুলের সম্পর্ক বাড়ায় সীমান্তে উত্তেজনা বেড়েছে এবং এ কারণে সীমান্ত অস্থিতিশীল হয়ে উঠেছে।
ভারত আফগানিস্তানের তালেবান সরকারকে উসকে দিচ্ছে বলে দাবি করেছে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। শুধু তাই নয়, তালেবান প্রশাসনকে পাকিস্তানের স্বার্থের বিরুদ্ধে “ভারতের পোষা বাহিনী” হিসেবেও উল্লেখ করেছেন তিনি।
এএফপি'র প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানি কর্মকর্তাদের মতে, ভারতের কূটনৈতিক তৎপরতা আফগানিস্তানের সঙ্গে উত্তেজনা বাড়িয়েছে। চলতি মাসের শুরুর দিকে ভারতীয় কর্মকর্তারা আফগান পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুতাক্কির সঙ্গে বৈঠক করার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
আফগান বিশ্লেষক ওয়াহিদ ফাকিরি এএফপিকে বলেন, ভারতের এই সম্পৃক্ততা পাকিস্তানকে প্রতিক্রিয়া জানাতে বাধ্য করেছে, যা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়েছে।
অন্যদিকে ভারত এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। তাদের মতে, পাকিস্তান নিজ দেশের নিরাপত্তা ব্যর্থতা ঢাকতে অন্যের ওপর দোষ চাপাচ্ছে।
বিশ্লেষকদের আশঙ্কা, ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের এই ত্রিমুখী বিরোধ যদি নিয়ন্ত্রণে না আনা যায়, তবে তা দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে।
সূত্র : খামা প্রেস