| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল পাঁচ দফা দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিসের বিক্ষোভ সমাবেশ


পাঁচ দফা দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিসের বিক্ষোভ সমাবেশ


রহমত নিউজ     20 October, 2025     09:15 PM    


জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরীর বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) বাদ আসর জাতীয় প্রেসক্লাবের সামনে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর-এর সভাপতি মাওলানা আনোয়ার হোসেন রাজি, এবং পরিচালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ-এর সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ রাকীবুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল।

বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি মুফতি ইলিয়াস হামিদী ও হাফেজ শামসুল আলম, উত্তরের সহ-সভাপতি মাওলানা কামালুদ্দীন ফারুকী, দক্ষিণের সহ-সাধারণ সম্পাদক মাওলানা রিজওয়ান হুসাইন, যুব মজলিস সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান, এবং ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মোহাম্মদ মাহদী হাসান শিকদার প্রমুখ।

বক্তারা বলেন, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবি জাতির অস্তিত্ব ও ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত। তারা অবিলম্বে এসব দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান এবং শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।