রহমত নিউজ 03 December, 2024 04:48 PM
চলছে বাংলাদেশ-ভারত কূটনৈতিক উত্তেজনা। গতকাল সোমবার (২ ডিসেম্বর) ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনের প্রাঙ্গণে জোর করে ঢুকে হামলা চালিয়েছে উগ্র হিন্দুত্ববাদীরা। তবে ঘৃণ্য এ ঘটনাকে ’দুঃখজনক’ বলেছে ভারত সরকার। এমন পরিস্থিতিতেই নৌ-পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেছেন, গায়ে পড়ে ঝগড়া করলে বাংলাদেশের মানুষ আর ভারতমুখি হবে না।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর আধুনিক লঞ্চ টার্মিনাল কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
নৌ-পরিবহন উপদেষ্টা আরও বলেন, ভারত যা করছে কোন কারণ নেই এসব করার। এদেশের সব ধর্মের মানুষের ভালো-মন্দ সমানভাবে দেখা হচ্ছে। ভারতের গণমাধ্যমের অপপ্রচার বন্ধ করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, দুই-দেশ বন্ধুত্ব নিয়ে থাকতে চায়। আধুনিক লঞ্চ টার্মিনাল কাজের অগ্রগতি প্রসঙ্গে তিনি বলেন, আগে যা অনিয়ম-চুরি হয়েছে, সেগুলো এখন আর ফিরিয়ে আনা যাবে না। এখন যাতে আর চুরি না হয় সেটাই দেখতে হবে।