| |
               

মূল পাতা জাতীয় সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার


সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার


রহমত নিউজ     27 November, 2024     09:40 PM    


চট্টগ্রামসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সম্প্রতি ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনায় সবাইকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। জাতীয় স্টাবিলিটির জন্য সবার মধ্যে একটি জাতীয় ঐক্যের কথা বলেছেন তিনি।

বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠকে এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম।

প্রেস সেক্রেটারি বলেন, জাতীয় স্টাবিলিটির জন্য সবার মধ্যে একটি জাতীয় ঐক্যের কথা বলেছেন প্রধান উপদেষ্টা। হিন্দু, মুসলমান, ছাত্র, শ্রমিক, জনতা সবাইকে নিয়ে জাতীয় ঐক্যের কথা বলেছেন তিনি। তিনি সবাইকে শান্ত হতে বলেছেন।

রয়টার্সে ভুল নিউজ প্রসঙ্গে তিনি বলেন, এ ব্যাপারে যা যা করার তাই করেছি। চট্টগ্রামের ইস্যুতে সবাইকে শান্ত থাকতে বলেছেন। ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে ছয়জন সরাসরি হামলার সঙ্গে যুক্ত ছিল। ২১ জন পুলিশের কাজে বাধা ও সংঘর্ষে লিপ্ত হয়েছিল।

প্রেস সচিব জানান, সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে যে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে তারা অওয়ামী লীগ ও ছাত্রলীগের সদস্য। তারা ককটেলসহ অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়েছে।