| |
               

মূল পাতা আন্তর্জাতিক নাসরুল্লাহ হত্যা : ইসরাইলকে সতর্ক করে যে হুঁশিয়ারি দিল রাশিয়া


নাসরুল্লাহ হত্যা : ইসরাইলকে সতর্ক করে যে হুঁশিয়ারি দিল রাশিয়া


আন্তর্জাতিক ডেস্ক     29 September, 2024     02:30 PM    


লেবাননের রাজধানী বৈরুতে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্রের ইসরাইলি বর্বর বিমান হামলায় লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হওয়ায় কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আমরা ইসরাইলের সর্বশেষ হত্যাকাণ্ডের নিন্দা জানাই এবং লেবাননে অবিলম্বে সামরিক পদক্ষেপ বন্ধ করার আহ্বান জানিয়েছি।

মন্ত্রণালয় এক বিবৃতিতে যোগ করেছে যে এই হত্যাকাণ্ডের ফলে এই অঞ্চলে যে ‘দুঃখজনক’ পরিণতি হতে পারে তার জন্য ইসরাইল ‘সম্পূর্ণ দায় বহন করবে’।

জাতিসংঘের সাধারণ পরিষদে রুশ পররাষ্ট্র মন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, রাজনৈতিক হত্যাকাণ্ডের প্রচলিত চর্চা নিয়ে উদ্বিগ্ন তিনি।