| |
               

মূল পাতা প্রবাস জ্বালানির দাম বাড়ানোর প্রস্তাব বিবেচনা আপাতত স্থগিত


জ্বালানির দাম বাড়ানোর প্রস্তাব বিবেচনা আপাতত স্থগিত


রহমত নিউজ     18 August, 2024     09:51 PM    


জ্বালানির দাম বাড়ানোর প্রস্তাব বিবেচনা আপাতত স্থগিত থাকবে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

রোববার (১৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ অ্যানার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) আইন, ২০২৩ এর ৩৪ক ধারার আওতায় সরকারের জ্বালানির মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে জাতীয় দৈনিকে বিরূপ নিবন্ধ প্রকাশিত হয়েছে। এর ফলে জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে বা হতে পারে।

এ অবস্থায় ওই ধারার অধীনে মূল্য বৃদ্ধির প্রস্তাব বিবেচনা আপাতত স্থগিত থাকবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।