রহমত নিউজ 18 August, 2024 09:50 PM
আর্থিক গোয়েন্দা সংস্থাটি আজ রোববার সব ব্যাংকের কাছে এই নির্দেশনা দিয়ে একটি চিঠি দিয়েছে। বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন বিএফআইইউ এর একজন সিনিয়র কর্মকর্তা।
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সাবেক প্রধান হারুন-অর-রশীদ ও তার স্ত্রী শিরিন আক্তারের সব ব্যাংক হিসাব স্থগিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
আর্থিক গোয়েন্দা সংস্থাটি আজ রোববার সব ব্যাংকের কাছে এই নির্দেশনা দিয়ে একটি চিঠি দিয়েছে। বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন বিএফআইইউ এর একজন সিনিয়র কর্মকর্তা।
অ্যাকাউন্ট ফ্রিজের ফলে এখন থেকে হারুন ও তাঁর স্ত্রী এসব হিসাবে আর কোনো টাকা তুলতে, বা লেনদেন পারবেন না।
অর্থপাচার প্রতিরোধ আইনে এক মাসের জন্য তাঁদের অ্যাকাউন্ট স্থগিতের নির্দেশনা দেওয়া হয়েছে।