| |
               

মূল পাতা জাতীয় শিক্ষার্থীদের অবরোধে স্থবির রাজধানীর বিভিন্ন সড়ক


শিক্ষার্থীদের অবরোধে স্থবির রাজধানীর বিভিন্ন সড়ক


রহমত নিউজ     16 July, 2024     01:17 PM    


কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে স্থবির হয়ে পড়েছে রাজধানীর বিভিন্ন সড়ক। সকাল থেকে বিভিন্ন সড়কে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে প্রগতি সরণির কুড়িল এলাকায় অবস্থান নেয়।

কোটা সংস্কারের এক দফা দাবিতে বাড্ডায় সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল সাড়ে ১০টার দিকে রাস্তার একপাশ অবরোধ করে রাখেন তারা।

এছাড়া বাড্ডাতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়, এআইইউবির শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে আন্দোলনের পক্ষে স্লোগান দিতে দেখা যায়। এতে মেরুল বাড্ডা এলাকা দিয়ে যাতায়াতকারী সব যানবাহনের চলাচল বন্ধ রয়েছে। শিক্ষার্থীদের রাস্তা অবরোধের কারণে রাস্তায় শত শত যানবাহন আটকে আছে। ভোগান্তিতে পড়েন চলাচলকারীরা।

এদিকে মোহাম্মদপুরের বেড়িবাঁধে সড়ক অবরোধ করেছে ইউল্যাবের শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের নানা স্লোগান দিতে দেখা যায়। কোটার যৌক্তির সংস্কার ও শিক্ষার্থীদের ওপর হামলার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন তারা।

উত্তরা হাউজবিল্ডিং এর সামনে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। কোটার যৌক্তিক সংস্কার না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

অন্যদিকে মিরপুর বিইউবিটি’র শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনের রাস্তা বন্ধ করে দিয়েছে। ছাত্রলীগের হামলার প্রতিবাদে উত্তরা জমজম মোড় অবরোধ করেছে আশপাশের পাঁচটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

প্রচণ্ড যানজটের কারণে রাজধানীর সড়কে হেঁটে চলা মানুষের সংখ্যা বেড়ে যায়। কম দূরত্বের গন্তব্যে যেতে হেঁটেই রওনা হন কেউ কেউ। যানজটে গণপরিবহন আটকে থাকায় অন্যান্য সড়কেও দেখা যায় ভোগান্তি। কুড়িল বিশ্বরোডে আটকে পড়া এক যাত্রী বলেন, সকালে বের হয়েছি। রাস্তায় প্রচুর জ্যাম। কখন পৌঁছাতে পারব বলতে পারছি না।