| |
               

মূল পাতা প্রবাস ৭ বাংলাদেশিসহ সৌদি আরবে ১৪ মাদকব্যবসায়ী গ্রেপ্তার 


৭ বাংলাদেশিসহ সৌদি আরবে ১৪ মাদকব্যবসায়ী গ্রেপ্তার 


প্রবাস ডেস্ক     08 July, 2024     12:37 PM    


সৌদি আরবে ১৪ জন মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৭ জন বাংলাদেশি রয়েছে। মাদকবিরোধী অভিযান চালিয়ে সৌদি পুলিশ তাদের গ্রেপ্তার করে।

সৌদি আরবের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেনারেল ডিরেক্টরেট জানিয়েছে, ব্যাপক আসক্তি সৃষ্টিকাটি ৩.৩ কেজি মেথামফেটামিন, ১২ হাজার ৪৩২টি অ্যামফিটামিন ট্যাবলেট এবং বিপুল পরিমাণ হাশিশসহ রিয়াদ থেকে সাত বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অ্যামফিটামিনের ২১ হাজার ট্যাবলেট চোরাচালানের দায়ে বন্দর নগরী জেদ্দায় দুই সিরিয়ান নাগরিক এবং একজন সৌদি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। 

এদিকে সৌদি আরবের পবিত্র নগরী মদিনা থেকে এক প্রবাসী ও এক সৌদি নাগরিককে আট করেছে পুলিশ। তাদের কাছ থেকে এমফিটামিনের ৭৫ হাজার ৬০০ ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ জিজানের সীমান্ত থেকে দুই ইথিওপিয়ানকেও আটক করেছে। তারা সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ মাদক পাচারের চেষ্টা করছিল।

সম্প্রতি সৌদি আরব মাদক চোরাচালান ও পাচারকারীদের বিরুদ্ধে অভিযান জোড়দার করেছে। 

সূত্র, গালফ নিউজ।