| |
               

মূল পাতা জাতীয় ‘র‍্যাবের কোনো সদস্যের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে সর্বোচ্চ আইনি ব্যবস্থা’


‘র‍্যাবের কোনো সদস্যের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে সর্বোচ্চ আইনি ব্যবস্থা’


রহমত নিউজ     23 June, 2024     07:58 PM    


র‍্যাবের নতুন মহাপরিচালক ব্যারিস্টার মো. হারুন অর রশীদ বলেছেন, ‘আইনবিরোধী কোনো কাজ করে র‍্যাব সদস্যরা ছাড় পাবেন না।’

 

আজ (২৩ জুন) রবিবার র‌্যাবের সব ব্যাটালিয়নের অধিনায়কদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা শেষে রাজধানীর কুর্মিটোলায় র‌্যাব সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

র‌্যাব মহাপরিচালক বলেন, ‘র‍্যাবের কোনো সদস্যের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেওয়া হবে। কিশোর গ্যাং যারা পরিচালনা করেন তাদেরও আইনের আওতায় আনা হবে।’

তিনি বলেন, ‘মাদক হচ্ছে সামাজিক ব্যাধি। এ ব্যাধি থেকে মুক্তি পেতে হলে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। এই মাদকের সঙ্গে যা যুক্ত তাদের বোঝাতে হবে যে, আমরা মাদককে সমাজে স্থান দেব না। এমন একটা আন্দোলন না হলে এটি নির্মূল করা খুব কঠিন।’